পাকিস্তানে পারমাণবিক বিকিরণ দাবি করা ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়ো
বুম দেখে ভাইরাল বিজ্ঞপ্তিতে একাধিক বানান ও ব্যাকরণগত ভুল রয়েছে এবং আমরা চিঠিতে উল্লিখিত নাম সহ কোনও বিভাগের অস্তিত্ব খুঁজে পায়নি।



সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভুয়ো বিজ্ঞপ্তি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন সেটি পাকিস্তান (Pakistan) সরকারের জারি করা যেখানে ঘোষণা করা হয়েছে পাকিস্তানের উত্তরাঞ্চলের এক শিল্পাঞ্চলে পারমাণবিক বিকিরণ (nuclear radiation) শুরু হয়েছে।
বুম যাচাই করে দেখে একাধিক ভুলে ভরা ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়ো।
বিভিন্ন সংবাদমাধ্যমে পাকিস্তানের পারমাণবিক স্থাপত্য কিরানা পাহাড়ে ভারত হামলা চালিয়েছে কিনা এই সম্পর্কে নানা আলোচনা সম্প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়েছে। যদিও, ১২ মে, ২০২৫-এ সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনী ওই স্থানে হামলার বিষয়টি অস্বীকার করেন।
“Radiological Safety Bulletin” শিরোনামের বিজ্ঞপ্তিতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় মন্ত্রকের উল্লেখ ছাড়াও পাকিস্তান সরকারের নাম ও প্রতীক দেখা যায়। ১৩ মে, ২০২৫ তারিখের বিজ্ঞপ্তিটিকে একটি মিথ্যা গুরুত্ব দেওয়ার জন্য "Confidential-Immediate Release" বলে অভিহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে "পাকিস্তানের উত্তরে অবস্থিত একটি স্থাপনায় পারমাণবিক বিকিরণ শুরু হওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।" বিকিরণের কারণ হিসাবে "অ-ধ্বংসাত্মক পরীক্ষার (এনডিটি) জন্য ব্যবহৃত একটি ইন্ডিয়াম-১৯২ ক্যাপসুলের স্থানান্তরের" সময় "যান্ত্রিক ব্যর্থতার” উল্লেখ রয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী বিজ্ঞপ্তিটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, “পাকিস্তানে #Nuclear_Radiation নিয়ে যারা প্রমাণ অথবা সোর্স চাইছিলেন, তাদের জন্যে...”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়ো এবং পাকিস্তান সরকারের প্রকাশিত নয়।
আমরা দেখি বিজ্ঞপ্তিটি ব্যাকরণগত ভুলে ভরা এবং এতে অন্তত ১৭টি বানান ভুল রয়েছে। সেগুলি নীচে দেখা যাবে।
এছাড়াও, নথিতে উল্লিখিত ই-মেলের ঠিকানা nrsd@env.go.v.pk পাকিস্তানের সরকারি ডোমেনের (.gov.pk)সঙ্গে মেলে না। বুম উল্লিখিত ঠিকানায় একটি ই-মেল পাঠানোর চেষ্টা করলে “Address not found” লেখা বার্তা পায়।
আমরা নথি অনুসারে পাকিস্তানের “ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি” বিভাগে প্রধান মালিক আসাদ রাফিক সম্পর্কে অনুসন্ধান করে দেখি উক্ত নামের কোনও বিভাগের অস্তিত্ব পাকিস্তানে নেই।
এছাড়াও, আমরা ভারতীয়, পাকিস্তানি বা অন্যান্য আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য গণমাধ্যমে প্রকাশিত কোনও তথ্য খুঁজে পায়নি যা পাকিস্তানে পারমাণবিক বিকিরণ শুরু হওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।