ড্রোন হামলায় ধ্বংস রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ভাইরাল ছবি AI দিয়ে তৈরি
বুম দেখে ধ্বংসস্তুপে পরিণত হওয়া রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ভাইরাল ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি করা হয়েছে।



ভারতের (India) ড্রোন হামলার (drone attack) পর, পাকিস্তানের (Pakistan) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের (Rawalpindi Cricket Stadium) অবস্থা ভুয়ো দাবি করে সমাজমাধ্যমে একটি ধ্বংস হয়ে যাওয়া স্টেডিয়ামের ছবি ভাইরাল হয়েছে।
বুম দেখে ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং সেটিতে ড্রোন হামলার পর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আসল দৃশ্য দেখা যায় না।
অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে, ভারত ও পাকিস্তান, উভয় দেশই একে অপরের বিরুদ্ধে একাধিক ড্রোন হামলা করে ১০ মে, ২০২৫ তারিখে যুদ্ধবিরতি ঘোষণা হওয়া পর্যন্ত। এর মধ্যে, ভারত-পাকিস্তান সংঘাত সবচেয়ে গুরুতর রূপ নেয় গত ৮ ও ৯ মে ।
অপারেশন সিঁদুরের আবহে, একটি ফেসবুক পেজ ভাইরাল ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিন্ডি চটকে দিয়েছে ভারতীয় সেনা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
আমরা ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমে গুগলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করি। সার্চের মাধ্যমে একাধিক সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় গত ৮ মে যখন ভারত-পাক সংঘর্ষ তুঙ্গে, সেসময় পাকিস্তান সুপার লীগ ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছেই ড্রোন হামলা হয়।
আরও জানা যায়, এই হামলায় স্টেডিয়ামটি ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে পিএসল ম্যাচ বাতিল করা হয়।
আমরা সিএনএন-এর প্রকাশিত একটি ভিডিও রিপোর্টে দেখি তাদের প্রতিনিধি নিক রবার্টসন ৯ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গিয়ে সেখানে হওয়া ক্ষয়ক্ষতির দৃশ্য তুলে ধরেছেন।
তবে, সরকারি ভাবে বা সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কোথাও রাওয়ালপিন্ডি স্টেডিয়াম প্রায় ধ্বংসাবশেষে পরিণত হওয়ার উল্লেখ পাওয়া যায় না।
এরপর, বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে কিন্তু, ভাইরাল দাবিকে সমর্থন করার মতো কোনও বিশ্বাসযোগ্য তথ্য খুঁজে পায় না।
এছাড়াও, বুম স্টক ছবির ওয়েবসাইট শাটারস্টক, অ্যালামি এবং এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর আপলোড করা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ছবির সঙ্গে ভাইরাল ছবির তুলনা করে দেখে দুটি ছবির স্টেডিয়াম এক নয়।
আমাদের অনুসন্ধান থেকে ইঙ্গিত নিয়ে, ছবিটিকে আমরা দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট এআই অর নট আর হাইভ মডারেশনে পরীক্ষা করে জানতে পারি ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। নীচে হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেওয়া হল।