অমিত শাহের কোভিড-১৯ আক্রান্ত নিয়ে এবিপি আনন্দের খবরের বিকৃত ছবি ভাইরাল
বুম দেখে এবিপি আনন্দে প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের প্রতিবেদনের ফেসবুক পোস্ট বিকৃত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোভিড আক্রান্ত হওয়া নিয়ে এবিপি আনন্দের খবরের ফেসবুক পোস্টের ছবি সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। কাঁচাহাতে সম্পাদনা করা এই ছবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি হাসপাতালের কেবিনে রোগশয্যায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং পাশের জানালয় ঘানার কফিন নিয়ে নাচা গোষ্ঠীদের ছবি দেখা যাচ্ছে।
বুম দেখে ভাইরাল ছবিটি সম্পাদনা করা। এবিপি আনন্দের মূল পোস্টে এই ধরণের কোনও ছবি ব্যবহার করা হয়নি।
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Amit Shah (@AmitShah) August 2, 2020
ভাইরাল ফেসবুক পোস্টের ছবিটি "কিং জন আন হসপিটাল মিম বলে খ্যাত"। বুমের পক্ষে এই মিমের ছবির উৎস যাচাই করা সম্ভব হয়নি।
বুম সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদীর সঙ্গে অমিত শাহের ইসলামিক টুপি পরা ভুয়ো ছবির তথ্য যাচাই করেছে।
আরও পড়ুন: স্ট্যাচু অব ইউনিটির পাদদেশ প্লাবিত বলে ছড়ালো ২০১৯ সালের পুরানো ভিডিও