Claim
“ক্ষমা করো প্রভু আর হবেনা ভুল আমিও জানি এরাজ্যে থাকবেনা তৃণমূল।”
Fact
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ফেসবুক পোস্টের ছবিতে নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণামের ভঙ্গিমাতে দেখা যাচ্ছে। ছবিটি দেখেই মনে হয় দুর্বলভাবে ফটোশপ করা। ছবি দুটি ফটোশপ করে একে অপরের পাশে বসানো হয়েছে। বুম নরেন্দ্র মোদীর মূল ছবিটি খুঁজে পেয়েছে। বুম নরেন্দ্র মোদীর আসল ছবিটি খুজে পেয়েছে। ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রেডিইফ-এ প্রকাশিত হয়েছিল।