ফেসবুকে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে তেলেগু সিনেমা তথা টলিউড অভিনেতা রাম চরন ইসলাম ধর্ম গ্রহন করেছেন। ওই পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, “ইসলাম ধর্ম যে পৃথিবীর শ্রেষ্ট ধর্ম এই বার্তাটি সারা বিশ্বের কাছে আরো একবার পৌছে দিতেই এই রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তামিল ছবির জনপ্রিয় নায়ক রাম চরন।#Ram_Charan”
এই প্রতিবেদেন লেখার সময় পর্যন্ত পোস্টটি ২৮০০ জন লাইক ও শেয়ার করেছেন। পোস্টটি এখানে দেখা যাবে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
এই ভুয়ো খবরটিতে ফেসবুক ছেয়ে গেছে। এরকম আরও পোস্ট দেখা যাবে এখানে।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও এই ভুয়ো খবরটি প্রকাশিত হতে দেখা গেছে। যেমন নয়া দিগন্তে প্রকাশিত হয়েছে খবরটি। যদিও রাম চরন তামিল নয়, তেলেগু সিনেমার নায়ক।
বুম ছবিগুলি সার্চ করে দেখেছে রাম চরনের ওই ছবি গুলি তার আমিন পীর দরগায় য়াওয়ার। এরকম কিছু ছবি এখানে দেখা যাবে।
অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার প্রসিদ্ধ সুফি তীর্থস্থান আমিন পীর দরগায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন সময় দর্শনে যান।
বুম দেখেছে অভিনেতা রাম চরনের আমিন পির দরগায় যাওয়ার বিভিন্ন সময়ের খবর। “রাম চরন ভিজিট আমিন পীর দরগা” লিখে গুগলে সার্চ করলে বিভিন্ন সময়ের খবর পাওয়া য়ায়।
২৯ জুলাই ২০০৯ সালে ওয়ান ইন্ডিয়া তেলেগু ও ৩১ জুলাই ২০০৯ ফিল্মবিট নামে একটি পোর্টালে রাম চরনের ওই দরগায় যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
বুম রাম চরনের ধর্ম পরিবর্তনের খবর কোথাও খুজে পায়নি। কিছুদিন আগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ধর্ম পরিবর্তনের ভুয়ো খবর বুম খন্ডন করেছে। প্রতিবেদনটি পড়া যাবে এখানে।