Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, ভাইরাল ছবি পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত প্রাণী ১৯০ বছরের জোনাথন নয়

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি জোনাথন নয়, অস্ট্রেলিয়ার সিডনির ট্যারঙ্গা চিড়িয়াখানায় ৫০ বছর বয়সী এক গ্যালাপোগাস কচ্ছপ।

By - Sk Badiruddin | 12 May 2022 11:09 AM GMT

অস্ট্রেলিয়ার (Australia) সিডনির এক চিড়িয়াখানায় (Tarango Zoo) রাখা অতিকায় গ্যালাপোগাস কচ্ছপের (Galapagos Giant Tortoise) একটি ছবি ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে সেটি পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ জোনাথন ((Jonathan) যে বাঁচলে নাকি আগামী বছর বয়স হবে ১৯০ বছর!

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, একটি অতিকায় কচ্ছপের পাশে আরও তিনটি বাচ্চা কচ্ছপ রয়েছে।

ফেসবুকে ছবিটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রাণী জোনাথন কচ্ছপ। খোদার সৃষ্টির সাথে কোনো কিছু তুলনা হয় না। জোনাথান দ্যা টরটয়েস! ১৮৩২ সালে জন্ম। আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে তার বয়স হবে ১৯০ বছর। তখন জোনাথানই হবে পৃথিবীর স্থলে চরে বেড়ান সবচেয়ে বয়স্ক প্রাণী! ১৮৮২ সালে তাকে ভারত মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। বর্তমানে সে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপ সেইন্ট হেলেনার গভর্নর হাউজের বাগানে ক্যাপ্টিভিটির মধ্যে আছে। চোখে ছানি পড়ে যাওয়ায় কিছু দেখতে পায় না সে, ঘ্রাণ শক্তিও নেই। শুধু আছে প্রখর শ্রবণ শক্তি।"

ফেসবুকে একই দাবি সহ ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এরকম একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে


তথ্য যাচাই

বুম রিভার্স সার্চ করে 'ট্যারঙ্গো জু সিডনি' নামে এক ফেসবুক পেজে ভাইরাল হওয়া ছবিটি ৩০ এপ্রিল ২০১৪ পোস্ট হতে দেখে। ওই ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়, "ট্যারঙ্গা পশ্চিমঘাটের চিড়িয়াখানা তার গ্যালাপোগাস কচ্ছপ প্রজননে সফল হয়েছে, দুটি নতুন ডিম পরিস্ফুটন স্বাগত। শাবকগুলি ২০ থেকে ২৫ বছর নেবে পূর্ণাঙ্গ আকার নিতে এবং ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে! আমাদের ছবি দেখায় এক জোড়া সদ্যজাত থেকে তিন বছর বয়সী এবং একটি আমাদের প্রাপ্তবয়স্ক পুরুষ কচ্ছপ।"

ছবিটি একই দিনে পোস্ট করা হয় অস্ট্রেলিয়ার 'ট্যারঙ্গো জু'-এর ইনস্টাগ্রাম পেজেও। 

Full View

মার্কিন তথ্য-যাচাইকারী সংস্থা চেক ইয়োর ফ্যাক্ট ২০২১ সালের জুন মাসে ট্যারঙ্গা পশ্চিমঘাট চিড়িয়াখানা কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে চিড়িয়াখানার মুখপাত্র জানান, "এই পুরুষ কচ্ছপটির বয়স ৫০ বছর।" ওই মুখপাত্র আরও বলেন, " গ্যালাপোগাস কচ্ছপ বাঁচচে পারে ১৫০ বছর পর্যন্ত। সে ক্ষেত্রে এই কচ্ছপটি সবচেয়ে বয়স্ক এই দাবি ঠিক নয়।"

গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসের ওয়েবসাইট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত প্রাণী পুরুষ কচ্ছপ জোনাথনের (Jonathan) বয়স ২০২২ সালেই পূর্ণ হবে ১৯০ বছর। সন্ত হেলেনার দক্ষিণ আটলান্তিক দ্বীপে বর্তমানে বাস জোনাথন নামের এই সিচেলেস (Seychelles) অতিকায় কচ্ছপের। বিস্তারিত পড়ুন এখানে

আরও পড়ুন: কর্নাটকের মুসকান খান নিহত ভুয়ো দাবিতে ছড়াল কাশ্মীরের ২০১৭ সালের ছবি

Related Stories