২০১৫ সালে গুজরাতের আমদাবাদের বিজেপির (BJP) সমাবেশের ছবিকে জিইয়ে তুলে বলা হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কেরলে (Kerala) সমাবেশের ছবি।
রবিবার ২১ ফেব্রুয়ারি যোগী আদিত্যনাথ কেরলে বিজয়া যাত্রায় সূচনা করেন। মে-এপ্রিল মাসে কেরলে বিধানসভার ভোট অনুষ্ঠিত হতে পারে। ১৫ দিন ব্যাপী এই বিজয়া যাত্রা ১৪ টি জেলার সব বিধানসভা ক্ষেত্রে পরিক্রমার আয়োজন করা হয়েছে। নেটিজেনরা যোগী আদিত্যনাথের কেরল সফরের ছবি বলে এই ছবিটিকে সোশাল মিডিয়ায় ভাইরাল করেছে। যোগী আদিত্যনাথের কেরল সফর সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
কেরল বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে ওই সভার একাধিক ছবিও পোস্ট করা হয়।
অন্যদিকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় বিজেপির দলীয় প্রতীক পদ্মফুলের আদলে মানব সৃজন করা হয়েছে এক বিশাল জনসভায়।
নিচে দেখুন ছবিটি।
ছবিটি শেয়ার করে ফেসবুকে ক্যাপশন লেখা হয়েছে, ''ছবিটা কেরলের আজ যোগী আদিত্যনাথ জী ওখানে পরিবর্তন যাত্রার সূচনা করলেন #keralavijayayathra''
বুম দেখে একই বাংলা ক্যাপশন সহ ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
হিন্দি ক্যাপশন সহ ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে এটি কেরলে মহারাজের (পড়ুন আদিত্যনাথের) সভার ছবি।
(হিন্দিতে ক্যাপশন: पेंटिंग नहीं है..केरल में हमारे महाराज जी को सुनने आये सनातनी हैं जय श्री राम)
আরও পড়ুন: গুজরাটিদের হুমকি অরবিন্দ কেজরিওয়ালের? মিথ্যে দাবিতে ছড়াল কাটছাঁট ভিডিও
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে দেখে এটি কেরলে যোগী আদিত্যনাথের সভার ছবি নয়।
দ্যা মিন্ট-এ ৭ এপ্রিল ২০১৫ প্রকাশিত প্রকাশিত প্রতিবেদনে ছবিটি ব্যবহার করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, বিজেপি কর্মীরা বড় পদ্ম চিহ্ন তৈরি করেছে বিজেপির প্রতিষ্ঠা দিবসে আমদাবাদে। ছবি: পিটিআই"
ওই বছর ভারতীয় জনতা দলের ৩৫ বছর পূর্তি হিসেবে বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়।
বিজেপির গুজরাত রাজ্য শাখা ওই প্রতিষ্ঠা দিবসে কর্মীদের মানব সৃজনের মাধ্যমে বিজেপির দলীয় পতাকার রূপ দেয়। টাইমস অফ ইন্ডিয়া ও গুজরাত হেডলাইনেও দেখা যাবে এই একই মানব সৃজনের ছবি।
প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া নরেন্দ্র মোদীও এই ছবিটি ৬ এপ্রিল ২০১৫ টুইট করেন।