চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport) অর্ধপ্লাবিত কিছু বিমানের এক পুরনো ছবি ফেসবুকে শেয়ার করে সম্প্রতি ভুয়ো দাবি করে বলা হয় ছবিটি সাম্প্রতিক এবং আমদাবাদের জলমগ্ন সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের (Ahmedabad Airport) দৃশ্য।
বুম যাচাই করে দেখে ২০১৫ সালে ছবিটি চেন্নাইতে বন্যা পরিস্থিতির সময় জলমগ্ন চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা হয়। ২০১৭ সালে ছবিটি একই ধরণের দাবি সহ ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করেছিল।
গত জুলাই মাসে প্রবল বৃষ্টিপাতের ফলে আমদাবাদে বন্যা পরিস্থিতি দেখা যায় এবং যার ফলে আমদাবাদের বিমানবন্দরও জলমগ্ন হয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করা হয়েছে।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হিন্দিতে ক্যাপশনে লেখা হচ্ছে, "#গুজরাট মডেলের আমদাবাদ বিমানবন্দর ডক হয়ে উঠেছে। #মিডিয়ার চোখ থেকে উধাও কেন?" (হিন্দিতে মূল ক্যাপশন: "#गुजरात_माडल का अहमदाबाद एयरपोर्ट बना बंदरगाह। #मीडिया की नजरों से ओझल क्यों?")
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ছবিটি একই দাবিসহ ফেসবুকে ভাইরাল।
আরও পড়ুন -ভুয়ো দাবিসহ শুভেন্দু অধিকারী ও নওশাদ সিদ্দিকীর সম্পাদিত ছবি ভাইরাল
তথ্য যাচাই
২০১৭ সালের জুলাই মাসে ছবিটি একই ধরণের দাবি সহ ভাইরাল হলে বুম সেটির তথ্য যাচাই করেছিল। বুমের তথ্য যাচাই অনুযায়ী প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) এই ছবিটি ভুল দাবি সহ পোস্ট করে এবং পরে অন্যান্য সংবাদমাধ্যম ২০১৫ সালের চেন্নাই বিমানবন্দরের ছবিটি আমদাবাদ বিমানবন্দরের বলে ভুল রিপোর্ট করে।
সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি টুইট করে মাধ্যমে পিটিআইয়ের করা ভুলটি ধরিয়ে দেন। পরে পিটিআই তাদের ভুল স্বীকার করে এবং যে চিত্রগ্রাহক ছবিটি ভুল ক্যাপশন সহ পোস্ট করেছিল তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে বলে জানায়। প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি তুলোধোনা করার পরে পিটিআই তাদের প্রতিক্রিয়া জানায়। ২৮ জুলাই, ২০১৭ তারিখের এক টুইটে ইরানি লেখেন, "মনোযোগ দিন: চেন্নাইতে হওয়া বন্যার ছবিগুলি আমদাবাদ বলে ব্যবহার করা হচ্ছে পিটিআই দয়া করে সমস্ত সংবাদ প্রতিষ্ঠানকে সতর্ক করুন।"
আরও পড়ুন -সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়