Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০১৫ সালে ইন্দোনেশিয়ায় জাহাজডুবির ভিডিও ভুয়ো দাবিতে বাংলাদেশের বলে ছড়াল

বুম যাচাই করে দেখে ভাইরাল জাহাজডুবির ভিডিওটি ২০১৫ সালের ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার পূর্ব জাভার তানজাং পেরেক বন্দরের ঘটনা।

By - Towhidur Rahman | 25 Aug 2022 7:56 PM IST

সোশাল মিডিয়ায় ২০১৫ সালে ইন্দোনেশিয়ায় (Indonesia) যাত্রীবাহী জাহাজ (ship shinking) ডুবে যাওয়ার ভিডিও ভুয়ো দাবি সহ বাংলাদেশে (Bangladesh) তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা বলে ছড়ানো হচ্ছে। 

ফেসবুকে ভাইরাল হওয়া ১১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় সমুদ্রে কাত হয়ে ডুবন্ত হয়েছে। ফেসবুকে ভিডিওটি পোস্ট, ''৬০০ কোটি টাকার তেলবাহী বাংলাদেশি জাহাজডুবি!! জাহাজে তেল লোড দেওয়ার সাথে সাথেই ফাটল ধরে।''

 একই দাবি সহ ফেসবুকে ব্যাপকভাবে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে

একই দাবি সহ ভিডিওটি ইউটিউবেও আপলোড করা হয়েছে

Full View

আরও পড়ুন: আগরতলায় সিএনজি গাড়িতে আগুন দাবিতে ছড়াল গুয়াহাটির অগ্নিকাণ্ডের ঘটনা

তথ্য যাচাই 

বুম যাচাই করে দেখে বাংলাদেশের কোনও জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি।

বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম নিয়ে গুগলে রিভার্জ ইমেজ সার্চ করে ইউটিউবে ২০১৫ সালের ১৭ নভেম্বর আপলোড করা একটি ভিডিও খুঁজে পায়। আরকিন্দো - আরকিন্দো ইন্দোনেশিয়া (arkindo - arkananta indonesia) নামের ওই চ্যানেলটিতে শিরোনাম লেখা হয়, "কেএমপি ইহান সেজাতেরা জাহাজ ডোবার মুহূর্ত"

(মূল ইন্দোনেশিয়া ক্যাপশন: DETIK DETIK TENGGELAMNYA KMP WIHAN SEJAHTERA)

 বুম দেখে ভাইরাল ভিডিওটির হুবহু একই দৃশ্য।

Full View

ভিডিওর বিবরণের লেখা অনুবাদ করলে দাঁড়ায়, ''তেলুক লেমং বন্দরে কেএমপি ইহান সেজাতেরা জাহাজ ডুবে যাওয়ার ঘটনা"

এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করে বুম একাধিক সংবাদ প্রতিবেদন খুঁজে পায়। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ''১৬ নভেম্বর ২০১৫ ইন্দোনেশিয়ায় ১৭৫ জন যাত্রী এবং জাহাজকর্মী নিয়ে জাহাজটি ডুবে যায়। বিপজ্জনকভাবে ফেরি তালিয়ে যাওয়ার সময় দ্রুততায়, পূর্ব জাভার সুরাবায়ার তানজুং পেরাক বন্দরে যাত্রীদের জাহাজের পাশ দিয়ে নামতে দেখা যায়। আশ্চর্যজনকভাবে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি পরে সম্পূর্ণ ডুবে যায়। কিন্তু বন্দর প্রধান জানান, যে জাহাজকর্মী সহ ১৭৫ যাত্রীকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।''

প্রতিবেদনের সঙ্গে ডুবে যাওয়া জাহাজের ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটি সংবাদ সংস্থা রয়টর্স থেকে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

বুম একই দিনে তোলা কেএমপি ইহান সেজাতেরা জাহাজ ডোবার বিভিন্ন ছবি রয়টর্স পিকচার্সে দেখতে পায়। ট্রিবিউন নিউজে দেখুন একই দিনে তোলা আরেকটি ছবি।

ইন্দোনেশীয় গণমাধ্যম সৌরসুরাবায়াতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তেলুক লেমং বন্দর বেয়ে জাহাজটি মৌওমেরে যাচ্ছিল। সে সময় নাবিক বুঝতে পারে যান্ত্রিক কোনও কারণে জাহাজটির একদিক কাত হয়ে যায় এবং ডুবতে শুরু করে।

এব্যপারে পড়ুন ইন্দোনেশিয় সংবাদমাধ্যম সুরাহুকুম-এর প্রতিবেদন। 

বুম বাংলাদেশ ভিডিওটি সম্পর্কে ছড়ানো ভুয়ো তথ্য আগে তথ্য-যাচাই করেছে।

আরও পড়ুন: ২০১৯ সালের ছবি সংবাদমাধ্যম ছড়াল কাবুলে সাম্প্রতিক বিস্ফোরণ বলে

Tags:

Related Stories