Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

আপ গুজরাত সমাবেশ গড়ল বিশ্ব রেকর্ড? নিউ ইয়র্ক টাইমস বলেনি

বুম দেখে দাবিটি ভুয়ো। সম্পাদনা করে সাজানো হয়েছে খারিজ নিউ ইয়র্ক টাইমসের।

By - Sumit Usha | 6 April 2022 7:01 PM IST

গুজরাটে আম আদমি পার্টির (Aam Aadmi Party) সাম্প্রতিক রোড-শো-কে বিশ্বের বৃহত্তম জনসমাবেশ বলে যে দাবি ভাইরাল হয়েছে, সেটি ভুয়ো। পত্রিকায় প্রকাশিত সম্পাদনা করা ছবির সঙ্গে শিরোনাম দেওয়া হয়—'আম আদমি পার্টির এই সমাবেশ বিশ্বের বৃহত্তম রাজনৈতিক সমাবেশ'।

ইংরাজি ভাষায় প্রকাশিত এই সংবাদপত্রের জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে, ছবির যে স্ক্রিনশট সম্পাদনা করে প্রচার করা হয়েছে, সেটি বানানো।

গুজরাটের আহমেদাবাদে আম আদমি পার্টির একটি সাম্প্রতিক রোড-শো-র প্রেক্ষিতে এই দাবিটি ভাইরাল হয়েছে। গত ২ এপ্রিল, ২০২২ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর নেতৃত্বে ওই জনসমাবেশে আম আদমি পার্টির তরফে আবেদন করা হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের দলকেও একবার সুযোগ করে দিক বিজেপি-শাসিত এই রাজ্যের ভোটদাতারা।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টগুলিতে দলের এই জনসমাবেশের ছবিটি পত্রিকার প্রথম পৃষ্ঠার 'নিউ ইয়র্ক টাইমস' নামের ঠিক নীচেই সাজানো হয়েছে।

শিরোনাম দেওয়া হয়েছে, 'আম আদমি পার্টি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক সমাবেশের আয়োজন করলো'। তার নীচেই লেখা—'পাঞ্জাব নির্বাচনে বিপুল বিজয়ের পর অরবিন্দ কেজরিওয়ালের এই গুজরাট সমাবেশে প্রায় ২৫ কোটি মানুষ যোগ দেন, যেটা একটা রেকর্ড।'

সোশাল মিডিয়ায় বেশ কয়েকজন গুজরাটের মোট জনসংখ্যার উল্লেখ করে এই রেকর্ড সমাবেশের দাবিকে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন।

ফেসবুকে এমনই একটি পোস্টে ব্যঙ্গ করে ক্যাপশন দেওয়া হয়েছে, "গুজরাটের মোট জনসংখ্যাই তো সাড়ে ৬ কোটি। আমার মনে হয়, নিউ ইয়র্ক টাইমস যেটা বলতে চেয়েছে, তা হল, কেজরিওয়াল এই সমাবেশ আয়োজনের জন্য ২৫ কোটি টাকা খরচ করেছেন।"

Full View

পোস্টটি এখানে দেখুন।

অনেক ফেসবুক পেজ-এ এবং অসংখ্য টুইটার অ্যাকাউন্টে নিউ ইয়র্ক টাইমস-কে ব্যঙ্গ করে এধরনের পোস্ট ছড়ান হয়েছে।






আরও পড়ুন: ফুটপাত দখল করে কলকাতায় মাদ্রাসা পড়ুয়ারা? ভুয়ো দাবিতে ছড়াল করাচির ছবি

তথ্য যাচাই

বুম এই সব ব্যাঙ্গাত্মক পোস্টের জবাবে নিউ ইয়র্ক টাইমস-এর জনসংযোগ বিভাগের একটি জবাব দেখতে পেয়েছে।

এই মার্কিন পত্রিকাকে ট্যাগ করে সাংবাদিক রানা আয়ুব-এর শেয়ার করা একটি টুইটের উত্তরে তারা লিখেছে, "টুইটে ব্যবহৃত ছবিটি বানানোl নিউ ইয়র্ক টাইমস এই ধরনের কোনও রিপোর্ট লেখেনি। যা লিখেছে, তা দেখতে হলে http://nytimes.com/spotlight/india' এই সাইটে ক্লিক করতে হবে।"

তাছাড়া, আমরা কোনও ইংরাজি দৈনিক সংবাদপত্রে গুজরাটে আম আদমি পার্টির এই সমাবেশ নিয়ে কোনও প্রতিবেদনও প্রকাশিত হতে দেখিনি।

বুম ২ এপ্রিল ইটিভি ভারত-এর এক সংবাদ-প্রতিবেদনে ভাইরাল হওয়া ওই ছবিটি দেখতে পেয়েছে।


আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের দরজায় লেখা 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি নকল

Tags:

Related Stories