ফ্যাক্ট চেক

কোয়েল মল্লিকের দ্বিতীয়বার মা হওয়ার দাবিতে ছড়াল ২০২০ সালের ছবি

বুম দেখে টলিউডের এই নায়িকা ২০২০ সালের মে মাসে ছবিগুলি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেন।

By - Srijit Das | 14 April 2023 4:02 PM IST

কোয়েল মল্লিকের দ্বিতীয়বার মা হওয়ার দাবিতে ছড়াল ২০২০ সালের ছবি

টলিউড (Tollywood) অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) দ্বিতীয়বার মা হতে চলেছেন দাবি করে এক প্রতিবেদন সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ওই প্রতিবেদনে কোয়েল মল্লিকের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবি ব্যবহার করে দাবি করা হয় অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা সম্প্রতি গর্ভবতী হয়েছেন।

বুম দেখে দাবিটি বিভ্রান্তিকর। ওই প্রতিবেদনে ব্যবহার করা ছবিগুলি কোয়েল ২০২০ সালে তার প্রথম পুত্রসন্তান জন্মানোর আগে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। 

এপ্রিল ১৩, ২০২৩ তারিখে প্রকাশিত টলিউড গসিপের প্রতিবেদনটিতে "দ্বিতীয়বার যমজ সন্তানের মা হতে চলেছেন টলি জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক, ভাইরাল বেবি মাম্মার মিষ্টি হাসির ছবি" শীর্ষক সমেত অভিনেত্রীর এক ইনস্টাগ্রাম পোস্ট ব্যবহার করা হয়।


এছাড়াও ওই প্রতিবেদনে ২০২০ সালের পোস্ট করা এক ছবি ব্যবহার করে লেখা হয়, "সম্প্রতি কোয়েল মল্লিকের একটি ছবি খুব ভাইরাল হচ্ছে। যেখানে তাঁর বেবি বাম্প দেখা যাচ্ছে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, তিনি আবার মা হতে চলেছেন।"


প্রতিবেদনটির একেবারে শেষে উল্লেখ করা হয়, "কিন্তু এইবার যমজ সন্তানের মা হতে চলেছেন তিনি। তবে আপনাদের আসল সত্যি বলে দিই। ছবিটি আসলে কোয়েলের প্রথম প্রেগনেন্সির ছবি। যা পুনরায় ভাইরাল হচ্ছে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।"

তথ্য যাচাই 

প্রথমত, কোয়েল মল্লিক "দ্বিতীয়বার যমজ সন্তানের মা হতে চলেছেন" দাবিটি কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনে বুম খুঁজে পায়নি।

এছাড়াও আমরা ভাইরাল প্রতিবেদনটিতে ব্যবহৃত কোয়েল মল্লিকের ইনস্টাগ্রাম পোস্টটির আপলোড করার তারিখটি লক্ষ্য করি।


সেখানে দেখা যায়, ২০২০ সালের মে ৩ তারিখে টলিউডের এই অভিনেত্রী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিগুলি পোস্ট করেছিলেন।

এছাড়াও আমরা ওই প্রতিবেদনে ব্যবহৃত অভিনেত্রীর তার স্বামী নিসপাল সিংকে সঙ্গে নিয়ে সন্তান হওয়ার খবর দেওয়ার ছবিটি ২০২০ সালের ৬ মে তারিখে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে খুঁজে পাই।

প্রতিবেদনটিতে লেখা হয়, "কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের পরিবারে এল তাঁদের প্রথম সন্তান। ৫ মে সকালেই জন্ম নিয়েছে তাঁদের পুত্রসন্তান, এমনটাই জানা গিয়েছে পারিবারিক সূত্রে। কোয়েল ও তাঁর সন্তান দুজনেই সুস্থ, জানিয়েছেন তাঁর বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিক।"

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ওই প্রতিবেদন অনুযায়ী, "বাংলা ছবির সবচেয়ে বড় নায়িকাদের অন্যতম কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের বিয়ে হয় ২০১৩ সালে। বিয়ের পরে অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও আবারও নিয়মিত অভিনয় শুরু করেন। গত বছর কোয়েল অভিনীত ‘মিতিনমাসি’ মুক্তি পাওয়ার পরেই জানা যায় যে অভিনেত্রী মা হতে চলেছেন। গত ২৮ এপ্রিল ছিল তাঁর জন্মদিন। তার পরেই তাঁর জীবনে এল প্রথম সন্তান।"


Tags:

Related Stories