একটি সম্পাদিত ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তির কোলে একটি বানর চেপে রয়েছে এবং কিছুক্ষণ পর সেটি বেহালা বাজাতে শুরু করে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যালেন্ট শো প্রতিযোগিতা “আমেরিকা গট ট্যালেন্ট” (America Got Talent) এর একটি এপিসোড থেকে নেওয়া।
বুম যাচাই করে দেখে ভিডিওটি সম্পাদিত এবং AI টুলের মাধ্যমে তৈরি করা হয়েছে।
৫:৪৮ মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি বানরকে কোলে নিয়ে একটি টিভি প্রতিযোগিতায় এসে নিজেকে টমি গ্রেস নামে পরিচয় দিয়ে তার দুঃখের কাহিনী শোনাই এবং পরে তাকে বলতে শোনা যাচ্ছে তার কোলে থাকা বানরটি বেহালা বাজাতে পারে। এরপর ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যালেন্ট প্রতিযোগিতা “আমেরিকা গট ট্যালেন্ট” এর বিচারক সাইমন কাওয়েল, হাউই ম্যান্ডেল, হেইডি ক্লুম এবং সোফিয়া ভারগারা কে দেখতে পাওয়া যায়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে, “ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে এক ব্যক্তি তার ছেলে ও স্ত্রীকে হারিয়ে হতাশ হয়ে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি একটি আহত, নোংরা বাচ্চা বানর খুঁজে পেয়ে তাকে বড় করলেন। তিনি তার বাবার পুরনো একটি বাদ্যযন্ত্র ধুলো ঝেড়ে অবসর সন্ধ্যায় রোজ বাজাতেন। বানরটি ছোট অবস্থা থেকে শুনে শুনে এখন পরিণত অবস্থায় নিজেই কেমন বড় শিল্পী হয়ে উঠেছে সেটা প্রত্যক্ষ করুন”
ভিডিওটি এই একই ক্যাপশনসহ হোয়াটসঅ্যাপেও শেয়ার করা হচ্ছে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভটি দেখতে ক্লিক করুন এখানে।
ফ্যাক্ট চেক
বুম ভিডিওটির কিছু মূলফ্রেমে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে "টপ টেলেন্টস স্টার্স" (TOP TALENTS STARS) নামের একটি ইউটিউব চ্যানেল খুঁজে পাই যেখানে ওই একই ভাইরাল ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি ১ ডিসেম্বর পোস্ট করে তার শিরোনামে লেখা হয়েছে, “প্রথম এক বানর বাদ্যযন্ত্র বাজাবে ATG তে! আবেগপ্রবণ অডিশন | সবার চোখে জল”
ইংরেজিতে মূল শিরোনাম, “First Monkey to Play an INSTRUMENT on AGT! Emotional Audition | Everyone Tears”
এরপর আমরা দেখতে পাই ভিডিওটিতে বিবৃতি দেওয়া রয়েছে যে ভিডিওটি ভার্চুয়াল উপায় বানানো এবং ভিডিওতে থাকা সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক। ভিডিওতে থাকা বিবৃতিটি হল, “এই ভিডিওটি একটি ভার্চুয়াল উপায়ে বানানো ভিডিও যা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছ, এক অংশগ্রহণকারীর কাল্পনিক প্রেক্ষাপটকে অনুকরণ করা হয়েছে এবং আসল “গট ট্যালেন্ট” প্রোগ্রাম বা তার আসল অংশগ্রহণকারীদের সাথে এটি সম্পর্কহীন। এই উপস্থাপনাটি প্রতারণার উদ্দেশ্যে নয়, শৈল্পিক এবং কাল্পনিক অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে বানানো হয়েছে। উপস্থিত সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। এই ভিডিওটি কে ভার্চুয়াল বিনোদন হিসেবে উপভোগ করুন। ”
ওই ইউটিউব চ্যানেলে আমরা আরও সম্পাদিত ভিডিও দেখতে পাই। ইউটিউব চ্যানেলটির "অ্যাবাউট" এর বিবরণে লেখা রয়েছে তারা AI টুলের মাধ্যমে বিনোদনের জন্য বিভিন্ন ভিডিও তৈরি করে।
এটিকে সূত্র ধরে আমরা ট্রুমিডিয়া AI শনাক্তকারী টুলের মাধ্যমে পরীক্ষা করে দেখি ভিডিওটিতে কারচুপি হওয়ার অর্থাৎ জেনারেটীভ AI প্রয়োগ করার প্রমাণ রয়েছে।
ফলাফলটি দেখতে ক্লিক করুন এখানে।
এছাড়াও আমরা ভিডিওতে ব্যবহার করা অডিওটি ট্রুমিডিয়াতে শনাক্ত করলে দেখতে পাই অডিওটিও AI প্রয়োগে বানানো হয়েছে।
ফলাফলটি দেখতে ক্লিক করুন এখানে।