Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

উত্তরাখণ্ডে অমিত শাহ'র জনসভায় 'কংগ্রেস জিন্দাবাদ' স্লোগান? তথ্য-যাচাই

বুম মূল ভিডিওটির শব্দের আওয়াজ বাড়িয়ে দিয়ে দেখে ওই জনসভায় 'কংগ্রেস মুর্দাবাদ' স্লোগান দেওয়া হয়েছিল।

By - Sumit Usha | 23 Feb 2022 5:33 PM IST

সম্প্রতি উত্তরাখণ্ডে (Uttarakhand) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র (Amit Shah) ভাষণের একটা অংশ তুলে নিয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। সেটির সঙ্গে মিথ্যে ক্যাপশনে দাবি করা হয়েছে যে, 'কংগ্রেস পার্টি জিন্দাবাদ' স্লোগান দেওয়া হয়েছিল ওই জনসভায়।

বুম দেখে, দাবিটি মিথ্যে। যে স্লোগান দেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে, বাস্তবে স্লোগানটি ছিল ঠিক তার উল্টো।

১৪ ফেব্রুয়ারি, উত্তরপ্রদেশে প্রথম দফায় ১৩টি জেলায় ৭০টি আসনে ভোট গ্রহণ করা হয়। গণনা হবে ১০ মার্চ। এর পরিপ্রেক্ষিতেই ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভাইরাল ভিডিওটিতে, অমিত শাহকে ডায়াসে দাঁড়িয়ে ভাষণ দিতে শোনা যাচ্ছে। উনি বলেন, 'কংগ্রেস পার্টি', আর জনতা স্লোগান দেয়।

যাচাই-করা টুইটার হ্যান্ডেল 'কংগ্রেস ছত্তীসগঢ়' থেকে ৮ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করা হয়। সেই সঙ্গে লেখা হয়, 'ছোটু বলে, "কংগেস পার্টি", জনতা বলে "জিন্দাবাদ"।

(হিন্দিতে লেখা হয়: छोटू बोला "कांग्रेस पार्टी", जनता बोली "जिंदाबाद")

ওই ভিডিওটি একই দাবি সমেত ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখার জন্য এখানে, এখানে এখানে ক্লিক করুন।


আরও পড়ুন: মিথ্যে দাবিতে ছড়াল রাখী সাওয়ান্তের হিজাব পরা পুরনো ছবি

তথ্য যাচাই

১২ ফেব্রুয়ারি, ২০২২, উত্তরাখণ্ডের রায়পুরে দেওয়া অমিত শাহ'র ভাষণের পূর্ণ সংস্করণটি দেখে বুম। নিজের পার্টির জন্য প্রচার করতে স্বরাষ্ট্রমন্ত্রী ওই নির্বাচন মুখী রাজ্যে গিয়েছিলেন।

আমরা মন দিয়ে শাহ'র ভাষণটি শুনি। সময় চিহ্ন ১১.২৩ ও ১১.৩০-র মধ্যের অংশটা আলাদা করে নেওয়া হয়েছে। এবং মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে সেটি।

Full View

বড় ভিডিওটিতে, তাঁদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করার জন্য শাহ কংগ্রেসের প্রতি কটাক্ষ করেন।

হিন্দিতে তিনি বলেন, "কংগ্রেস তাঁদের মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর নাম ঘোষণা করেননি। এবং তাঁকে নিজের পছন্দ মতো জায়গা থেকে লড়ার জন্য টিকিটও দেননি। যাইহোক, রাওয়াতজির তো হারার অভ্যাস আছে। কংগ্রেস এটা জানে, এবং তাঁদের নতুন কিছু অনুশীলন করার প্রয়োজন নেই। কিন্তু বন্ধুগণ, এই কংগ্রেস পার্টি (উনি থামেন, জনতা স্লোগান দিতে থাকে) এই কংগ্রেস পার্টি কখনওই দেবভূমির উন্নতি করবে না।"

নিজের ভাষণের মধ্যে 'কংগ্রেস পার্টি' বলে শাহ যখন থামেন, তখন জনতা স্লোগান দেয়, "মুর্দাবাদ"। তারা "জিন্দাবাদ" স্লোগান দেয়নি, যেমনটা দাবি করা হয়েছে।

আমরা ভিডিওটি গতি কমিয়ে দিই ও সেটির আওয়াজ বাড়িয়ে দিই, যাতে স্লোগানটি স্পষ্ট শোনা যায়। দেখুন নীচে।

Full View

স্পষ্ট বোঝা যায় যে, জনতা 'মুর্দাবাদ' ধ্বনি তোলে ওই জনসভায়। তাছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরাখণ্ডের জনসভায় 'কংগ্রেস জিন্দাবাদ' স্লোগান দেওয়া হয়েছে, এই মর্মে কোনও সংবাদ প্রতিবেদন আমরা দেখতে পাইনি।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ ভোট: যোগী আদিত্যনাথের টুইট করা ইটাওয়া জনসভার ছবি সম্পাদিত

Tags:

Related Stories