Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লার স্বামী মুসলিম আনিস খান? না, ভাইরাল দাবি ভুয়ো

বুম দেখে অঞ্জলি বিড়লার স্বামী অনীশ রজনী সিন্ধি-হিন্দু বংশের ছেলে, মুসলিম সম্প্রদায়ের নয়।

By -  Nivedita Niranjankumar |

18 Nov 2024 6:35 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনেল সার্ভিস (IRPS) অফিসার ও লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) মেয়ে অঞ্জলি বিড়লার (Anjali Birla) সঙ্গে 'আনিস খান' (Anees Khan) নামক এক মুসলিম (Muslim) ব্যক্তির বিয়ে হয়েছে। কিছু ভাইরাল পোস্টে অঞ্জলি বিড়লার বরের নাম 'আনিস রজনী' (Anees Rajani) হিসাবেও দাবি করা হয়েছে।

বুম দেখে অঞ্জলি বিড়লা সিন্ধি-হিন্দু বংশের রাজস্থানি ব্যবসায়ী অনীশ রজনীকে বিয়ে করেছেন।

অঞ্জলি বিড়লা ২০২৪ সালের ১২ নভেম্বর রাজস্থানের কোটায় অনুষ্ঠান করে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠান এবং পরবর্তী অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এবং সংবাদ প্রতিবেদনেও এই অনুষ্ঠানের ছবি প্রকাশিত হয়।

এক ফেসবুক ব্যবহারকারী ওম বিড়লার সঙ্গে নব দম্পতির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে দাবি করেছেন, "আনিস খান আর অঞ্জলি বিড়লা এরা কারা জানেন, এরা হলেন লোকসভার স্পিকার ওঁম বিড়লার মেয়ে জামাই। তাহলে বুঝুন আমরা কেনো জাতপাত, হিন্দু মুসলিম, ধর্ম নিয়ে মারামারি করতে যাবো। ভাবতে কিন্তূ আপনাকে হবে।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

অন্য একটি পোস্টে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেন 'আনিস রজনী' নামক এক মুসলিম ব্যক্তিকে বিয়ে করেছেন অঞ্জলি বিড়লা। পোস্টটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "Om Birla: ওম বিড়লার মেয়ের বিয়ে হল এক মুসলিম পাত্রের সঙ্গে! লোকসভা স্পিকার ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লার বিয়ে হল মুসলিম পাত্রের সঙ্গে। আনিস রাজনী রাজস্থানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে। মঙ্গলবার রাতে কোটা শহরে চম্বল নদীর তীরের জিএমএ টাউনশিপে হয় এই বিয়ে। এই অনুষ্ঠানে অঞ্জলির পরনে ছিল ল্যাভেন্ডার রঙের একটি গাউন। আনিস পড়েছিলেন ট্রাডিশনাল গ্রিন কুর্তা-পাজামা ।..."


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই  

বুম দেখে অঞ্জলি বিড়লার স্বামী অনীশ রজনী মুসলিম সম্প্রদায়ের নন। তিনি রাজস্থানের সিন্ধি-হিন্দু বংশের এক বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের ছেলে।

সিন্ধি-হিন্দু বংশের ছেলে অনীশ রজনী

অঞ্জলি বিড়লার বিবাহের বিশদ বিবরণের জানতে আমরা কিওয়ার্ড সার্চ করে এনডিটিভি রাজস্থানের হিন্দিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাই। ওই প্রতিবেদনে বিড়লার স্বামীর বাবা-মায়ের নাম বলা হয়েছিল নরেশ এবং সিমরন রজনী। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী রজনী পরিবার রাজস্থানের কোটায় একটি তেলের ব্যবসা চালায় এবং অনীশের বাবা নরেশ "মন্দির নির্মাণ এবং সনাতন ধর্মের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি কাজের সাথে জড়িত।"

প্রতিবেদনটি থেকে জানা যায় তারা সিন্ধি সম্প্রদায়ের।

বিজেপি নেতা এবং বিহারের গয়ার প্রাক্তন সাংসদ হরি মাঝিও এক্সে পোস্ট করে জানান অনীশ রজনী এবং তার পরিবার সিন্ধি। এই দম্পতির বিয়ের কার্ডের একটি ছবি শেয়ার করে, মাঝি ভাইরাল দাবি সম্পর্কে লেখেন, "সত্যটি হল অনিশ রজনী একজন সিন্ধি হিন্দু, তিনি কোটার একটি নামী ব্যবসায়ী পরিবারের এবং তার পরিবার ১২ টিরও বেশি শিবালয় তৈরি করেছে...।"

অঞ্জলি বিড়লার বরের নাম 'অনীশ', 'আনিস' নয়

আমরা অঞ্জলি বিড়লার বরের এক্স এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অনুসন্ধান করে দেখি তিনি তার নামের বানানে 'অনীশ' লিখেছেন; মুসলিম সম্প্রদায়ের মতো 'আনিস' লেখেননি। তার গোপনীয়তা রক্ষার্থে আমরা এই প্রতিবেদনে অনীশ রজনীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অন্তর্ভুক্ত করছি না।

বুম অতীতে অঞ্জলি বিড়লা সম্পর্কে ভাইরাল দাবির তথ্য যাচাই করেছে যখন ভুয়ো দাবি করা হয়েছিল তিনি পরীক্ষায় অংশ না নিয়ে আইএএস পাস করেছেন।

Tags:

Related Stories