অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) অন্যান্য সাংসদদের সঙ্গে হাসিঠাট্টার একটি ভিডিও সম্প্রতি শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে ওয়াকফ সংশোধন (২০২৫) (Waqf Amendment 2025) বিল পাশ হওয়ার পর ওয়েইসির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভাইরাল দৃশ্যে।
বুম ভাইরাল ভিডিওর সঙ্গে সাম্প্রতিক ওয়াকফ সংশোধন (২০২৫) বিলের কোনও যোগ নেই; ভিডিওটি ২০২৫ সালের জানুয়ারি মাসে তোলা।
২ এপ্রিল, ২০২৫-এ লোকসভায় অনুমোদিত হওয়ার পর, রাজ্যসভা তথা সংসদ ভবনে ওয়াকফ সংশোধন (২০২৫) বিল গত ৪ এপ্রিল পাশ হয়ে যায়। ধর্মীয় মুসলিম নেতাদের বিরোধিতা বিলটিকে দেশজুড়ে একটি বিতর্কের বিষয় করে তুলেছে। এআইএমআইএম প্রধান ওয়েইসি প্রথম থেকেই বিলটির বিরোধিতা করেছেন এবং সেটির সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনও করেছেন। ওয়াকফ (সংশোধনী) আইন, ৫ এপ্রিল রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে গেছে।
১৯ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে চা খাওয়ার সময় একটি গোল টেবিলে বসা অন্যান্য সাংসদদের সাথে হাসিঠাট্টা করতে দেখা যায় আসাদউদ্দিন ওয়েইসিকে।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "ওয়াকফ বোর্ড সংশোধন বিল সংসদে পাস হবার পর সব থেকে খুশি হয়েছে আসাউদ্দিন ওয়াইসি সহ অন্যান্য মুসলিম সাংসদরা ভিডিওতে তো তাই বোঝাচ্ছে। কিন্তু রাজনৈতিক রূটি শিখতে বাইরে এসে ভুল বোঝাচ্ছে সম্প্রদায়কে। দেখুন এবং শেয়ার করুন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ২০২৫ সালের জানুয়ারি মাসের একাধিক সংবাদ প্রতিবেদন পায়।
প্রতিবেদনগুলি অনুসারে, ভিডিওয় ওয়েইসিকে যৌথ সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে ওয়াকফ (সংশোধন) বিল ২০২৪-এর বিষয়ে আলোচনা করছিলেন। ভিডিওটি পোস্ট করে এএনআই জানায় সেখানে কমিটির চেয়ারম্যান এমপি জগদম্বিকা পালের সঙ্গে ওয়েইসিকে কথা বলতে দেখা যাচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই ২৯ জানুয়ারি, ২০২৫-এ একই ভিডিও পোস্ট করে জানায়, ওয়াকফ (সংশোধন) বিলের খসড়া গ্রহণের পর যৌথ সংসদীয় কমিটি চা খাওয়ার সময় বৈঠক করেছে।
অর্থাৎ, এর থেকে প্রমাণিত হয়, এবছরের এপ্রিল মাসে পাশ হওয়া ওয়াকফ সংশোধন বিলের আগেই ভাইরাল এই ভিডিওটি তোলা হয়েছিল।