Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অসমের মুখ্যমন্ত্রীর নাম করে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার রিপোর্টটি ভুয়ো

বুম দেখে সানিয়া মির্জার বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম করে পোস্টটি এক ব্যঙ্গধর্মী অ্যাকাউন্ট থেকে করা হয়।

By -  Shrey Banerjee |

21 Jan 2024 4:07 PM GMT

'সানিয়ার বাচ্চা পাকিস্তানি, যেন ভারতে ঢুকতে না দেওয়া হয়!' অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম করে সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাম্প্রতিক বিবাহ বিচ্ছেদের খবরে হতবাক অনুরাগীদের অনেকেই। ২০১০ সালে ভারতীয় সানিয়ার পাকিস্তানি খেলোয়াড় শোয়েবকে বিয়ে করার খবর শোরগোল ফেলে দেয় সেসময় সারা দেশে। তবে বিয়ের পরেও ভারতের হয়েই আন্তর্জাতিক স্তরে টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সানিয়া, চরম সমালোচনার মুখে দেশকে টেনিসে এনে দেন একের পর এক খেতাব।

এমতাবস্থায় এবছরের ২০ জানুয়ারি শোয়েব মালিক তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে পাক অভিনেত্রী সানা জাভেদের সাথে তার তৃতীয় বিয়ের ঘোষণা করলে বিতর্কের ঝড় ওঠে সমাজ মাধ্যমে।  

এরই প্রেক্ষিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ২১ জানুয়ারি তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে এক যাচাইকৃত এক্স (অতীতে টুইটার হিসেবে পরিচিত) পোস্টকে উদ্ধৃত করে লেখে, "এবার এই ইস্যুতেই বিতর্ক বাড়ালেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। কড়া ভাষায় বললেন সানিয়ার পুত্র ইজহানকে যেন ভারতের নাগরিকত্ব না দেওয়া হয়। আসামের মুখ্যমন্ত্রীর সানিয়ার সঙ্গে তাঁর পুত্রের ছবি শেয়ার করে বিস্ফোরকভাবে টুইটে লিখে দেন, “কোনওমূল্যেই সানিয়া মির্জা এবং ওঁর সন্তানকে ভারতের নাগরিকত্ব দেব না। কারোর নির্বুদ্ধিতার দায় ভারত নেবে না।” যদিও এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তিনি বক্তব্যের জন্য চূড়ান্ত সমালোচিত হয়েছেন।"


এই প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন। প্রতিবেদনের আর্কাইভ এখানে দেখা যাবে।

তথ্য যাচাই 

বুম লক্ষ্য করে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার উল্লেখ করা যাচাইকৃত এক্স পোস্টটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম ও ছবির উল্লেখ করা থাকলেও তার পাশে সেটি যে একটি ব্যঙ্গধর্মী অ্যাকাউন্ট তারও উল্লেখ রয়েছে। আমরা দেখতে পাই হিমন্ত বিশ্ব শর্মার আসল প্রোফাইল থেকে টেনিস তারকা সানিয়া মির্জা ও তার সন্তানকে নিয়ে এমন কোনও পোস্ট সাম্প্রতিক কালে করা হয়নি।     


হিমন্ত বিশ্ব শর্মার নাম ও ছবি ব্যবহার করে ব্যঙ্গধর্মী অ্যাকাউন্ট থেকে করা সেই পোস্টে হিন্দিতে লেখা হয়, "সানিয়া মির্জা এবং তার বাচ্চাকে কোনও মতেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। কোনও মানুষের বোকামির ফল হিন্দুস্তান ভুগবে না। সহমত থাকলে রিটুইট করুন।"


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে। 

এরপর আমরা অসমের বর্তমান মুখ্যমন্ত্রীর আসল এক্স প্রোফাইল খুঁজে পাই। ওই প্রোফাইলে আমরা এমন কোনও পোস্ট খুঁজে পাইনি যার সাথে সানিয়া মির্জা অথবা তার সন্তানের নাগরিকত্ব নিয়ে অনুরূপ মন্তব্য করা হয়েছে। 

ভাইরাল পোস্টের প্রোফাইল ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসল প্রোফাইলের একটি তুলনাও আমরা করি। দুটি প্রোফাইলের মধ্যে থাকা বিদ্যমান পার্থক্য নিচে দেখা যাবে।


এরপর সানিয়া মির্জা ও তার ছেলের বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা কোনও প্রতিক্রিয়া দিয়েছেন কিনা তা জানতে সম্পর্কিত একটি সার্চ করলেও অনুরূপ মন্তব্যসমেত এমন কোনও সংবাদমাধ্যমের প্রতিবেদন আমরা খুঁজে পাইনি।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, হিমন্ত বিশ্ব শর্মা ইতিপূর্বে বেশ কয়েকবার তার বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' সংক্রান্ত একটি বিবৃতিতে রাহুল গান্ধীর গ্রেফতারির কথাও বলেন।

 



 




Related Stories