বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) তৃণমূল কংগ্রেসকে (TMC) নিশানা করা ২০২০ সালের ভিডিও বিভ্রান্তিকরভাবে (Misleadingly) সোশাল মিডিয়ায় সাম্প্রতিক বক্তব্য বলে শেয়ার করা হচ্ছে।
বালিগঞ্জে বিধানসভা আসনের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন বিজেপি ফেরত বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে। সিপিআই(এম) ও কংগ্রেস প্রার্থী যথক্রমে সায়রা শাহ হালিম ও কামরুজ্জামান চৌধুরি। এছাড়াও পাঁচ নির্দল পার্থী রয়েছেন ওই কেন্দ্রে। ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ওই দিনই আসানসোল লোকসভা আসনে উপনির্বাচন। দুই কেন্দ্রেরই ভোটের ফল প্রকাশ হবে ১৬ এপ্রিল। বাবুল সুপ্রিয়ের ভিডিওটি এই প্রসঙ্গেই শেয়ার করা হচ্ছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওটিতে বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায়, "রোববার দুপুরে একদম পিওর বাঙালির মত টিশার্ট পরে ক্যাজুয়ালি বা সিরিয়াসলি বলছি সোজা বাংলায় বলছি টিএমসি হটাও, মমতা দিদি হটাও বাংলা বাঁচাও।"
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "সোজা বাংলায় বলছি TMC হাটাও মমতা দিদি হাটাও বাংলা বাঁচাও" বালিগঞ্জের তোলামূল প্রার্থী " (ক্যাপশন সম্পাদিত)
বুম দেখে একই দাবি সহ ভিডিওটি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
বুম "সোজা বাংলায় বলছি বাবুল সুপ্রিয়" কিওয়ার্ড সার্চ করে আনন্দবাজার অনলাইনে ২৬ জুলাই ২০২০ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনের শিরোনাম—'সোজা বাংলায়' পাল্টা ভিডিও বাবুলের, নাম না করে খোঁচা ডেরেককে।
ওই প্রতিবেদনে রয়েছে বাবুল সুপ্রিয়ের ভাইরাল ভিডিওটি। ওই প্রতিবেদনে বলা হয়, রাজ্যসভার তৃণমূল কংগ্রেসে সাংসদ ডেরেক ও' ব্রায়েন-এর 'সোজা বাংলায়' বলছি রাজনৈতিক পাল্টা প্রচার হিসেবে ওই ভিডিও পোস্ট করেন তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।
বুম কিওয়ার্ড সার্চ করে বাবুল সুপ্রিয়ের টুইটার অ্যাকাউন্টে মূল ভিডিওটি ২৬ জুলাই ২০২০ পোস্ট করতে দেখে।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাবুল সুপ্রিয় বিজেপি ছড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০২২ সালের ১৩ মার্চ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হবে শত্রুঘ্ন সিংহ ও বাবুল সুপ্রিয়। বর্তমানে জোরকদমে উপনির্বাচনেরই রাজনৈতিক প্রচার চালাচ্ছেন বাবুল। প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শূন্য হয় বালিগঞ্জ বিধানসভা আসন।