Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙচুর দাবিতে ভাইরাল মাজার হামলার ভিডিও

বুমকে এক স্থানীয় সাংবাদিক নিশ্চিত করে বলেন, ভিডিওটি এবছর অগাস্ট মাসে সিরাজগঞ্জের আলী পাগলা মাজারে ভাঙচুরের দৃশ্যের।

By -  Srijanee Chakraborty |

4 Dec 2024 6:25 PM IST

একটি সুফি মাজার (sufi shrine) ভাঙচুরের ভিডিও বিভ্রান্তিকর সাম্প্রদায়িক দাবিসহ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে সমাজমাধ্যম ব্যবহারকারীরা দাবি করেছেন সেখানে বাংলাদেশের (Bangladesh) মুসলিম (Muslim) সম্প্রদায়ের মানুষদের একটি হিন্দু মন্দির ভাঙচুর (Hindu temple vandalism) করতে দেখা যাচ্ছে।

বুম দেখে ভিডিওটি ২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশের সিরাজগঞ্জে কাজিপুর উপজেলার মনসুর নগরের আলী পাগলার মাজার ভাঙচুরের ঘটনার দৃশ্য। বুম বাংলাদেশকে এক স্থানীয় সাংবাদিক এবিষয়ে নিশ্চিত করেন। তিনি ভাইরাল ভিডিওর সঙ্গে জড়িত সাম্প্রদায়িক দাবিরও খণ্ডন করে বলেন মুসলিম সম্প্রদায়েরই একটি দল মাজার ভাঙচুরের সঙ্গে যুক্ত।

২:০৩ মিনিটের ভাইরাল ভিডিওয় একদল জনতাকে একটি ভবনের পাঁচিল, ছাদ লাঠি দিয়ে ভেঙে ফেলতে দেখা যায় এবং ভেতরে একটি সাদা রঙের উঁচু কংক্রিটের অংশকেও ভেঙে ফেলতে দেখা যায়। 

ভাইরাল ভিডিওটি একটি এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, "দেখুন কীভাবে হিন্দু মন্দির ভাঙচুর হয়েছে এবং হিন্দু ভক্তদের বিভিন্ন শহরে মারধর করা হয়েছে কালকে বাংলাদেশে। কিন্তু সারা পৃথিবী বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে নিরব রয়েছে।" (অনূদিত)


ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

হোয়াটস্যাপেও হিন্দু মন্দির ভাঙচুরের দাবি করে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। 

তথ্য যাচাই: হিন্দু মন্দির নয়, ভাইরাল ভিডিও মাজার হামলার

বুম লক্ষ্য করে এক্সে ভাইরাল ভিডিওর নীচে উত্তরগুলির মধ্যে এক ব্যবহারকারী ভিডিওর ঘটনা এবছর অগাস্ট মাসে হজরত বাবা আলী পাগলার মাজার হামলার দাবি করেছেন যা বাংলাদেশের সিরাজগঞ্জে কাজিপুর উপজেলার মনসুর নগরে অবস্থিত। 

 দেখুন এখানে

এরপর, আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে কালবেলা সংবাদমাধ্যমের প্রকাশিত ৩১ অগাস্ট, ২০২৪-এর একটি প্রতিবেদন পাই যেখানে কাজিপুরে আলী পাগলার মাজার ভাঙচুরের একটি দৃশ্য দেখা যায়। 

প্রতিবেদন অনুসারে, কালবেলাকে স্থানীয় বাসিন্দারা জানান ২৯ অগাস্ট "মনসুরনগর ইউনিয়নের আলী পাগলার মাজারে ভাঙচুর চালায় শালগ্রাম তমিজউদ্দিনের বাড়ি জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানী ও তার লোকজন।" এছাড়াও, জানা যায় ভাঙচুরের দায়ে অভিযুক্ত গোলাম রব্বানীকে বিক্ষুব্ধ এলাকাবাসী ইমামের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। 

আলী পাগলা মাজার ভাঙচুর সম্পর্কে ইউটিউবে কিওয়ার্ড সার্চ করলে বাংলাদেশের গণমাধ্যম দ্য মেট্রো টিভির ২৯ অগাস্ট আপলোড করা ভাইরাল ভিডিওর দৃশ্যসহ একটি ভিডিও দেখতে পাই। 

Full View

দেখুন এখানে

নীচে ভাইরাল ভিডিওর সঙ্গে ইউটিউব ভিডিওর দৃশ্যের একটি তুলনা দেখা যাবে। 


স্থানীয় সাংবাদিকদের বক্তব্য

বুম বাংলাদেশকে দ্য ডেইলি স্টারের জামালপুর জেলার প্রতিনিধি শহীদুল ইসলাম নিরব জানান ভাইরাল ভিডিওর ঘটনাস্থল, "সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের একটি মাজার ভাঙার ভিডিও। এটি আলী পাগলার মাজার নামে সুপরিচিত।"

তিনি আরও বলেন এই আলী পাগলার মাজার তার গ্রামের বাড়ির কাছেই অবস্থিত এবং ভাইরাল সাম্প্রদায়িক দাবি খণ্ডন করে জানান এটি কোনও হিন্দু মন্দির ভাঙার দৃশ্য নয়। 

আরও একজন স্থানীয় সাংবাদিক আব্দুল জলিল, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক করতোয়া এর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রতিনিধি, বুম বাংলাদেশকে আলী পাগলার মাজারের ভিডিও জানিয়ে নিশ্চিত করেন মুসলিম সম্প্রদায়েরই একটি দল এই মাজারটি ভেঙেছে। 

(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ)

Tags:

Related Stories