সম্প্রতি এক ক্রন্দনরত যুবতীর (crying girl) একটি এআই নির্মিত (AI generated) ভিডিও আসল হিসাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন সেটি একজন নিপীড়িত বাংলাদেশি (Bangladeshi) হিন্দু (Hindu) যুবতীর।
ভিডিওয় মেয়েটিকে বলতে শোনা যায়, "ইন্ডিয়ান দাদারা আমি বাংলাদেশ থেকে বলছি, একটা ছেলে আমাকে বলছে তুমি আমাকে বিয়ে করে নাও আমি তোমাকে সব দেব, নিরাপদ রাখুম। কিন্তু দাদা, আমি খুব ভয়ে পাচ্ছি।"
বুম ভাইরাল ভিডিওটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েচেহ সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "বাংলাদেশ থেকে আরও একটি সনাতনী বোনের আর্তনাদ।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভিডিওটি এআই নির্মিত: বুম প্রথমে ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা All Time Happy একটি ফেসবুক পেজে ২৪ ডিসেম্বর, ২০২৫-এ পোস্ট করা ভিডিওটির মূল সংস্করণ দেখতে পাই। ওই ফেসবুক পেজে একই ধরণের একাধিক ভিডিও দেখা যায় যেখানে হিন্দু মহিলারা বাংলাদেশে থাকতে চাইছেন না এবং বেশিরভাগ ভিডিওই ভাইরাল ভিডিওর মতো ১৫ সেকেন্ড দীর্ঘ। দেখুন এখানে ও এখানে।
আমরা ভাইরাল ভিডিওয় দৃশ্যমান মেয়েটির চোখের জল, দৃষ্টি ও কথা বলার ধরণের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করি যা সাধারণত এআই দিয়ে তৈরি ভিডিওয় দেখা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে, ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারে আমরা পরীক্ষা করি। টুলটির একাধিক সরঞ্জাম ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত বলে শনাক্ত করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষায়ও দেখা যায় ভিডিওটি ৯৯.৭% এআই নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর, আমরা ভিডিওর অডিওটি যাচাই করতে হিয়া ডিপফেক ভয়েস যাচাইকারী টুলে অডিও অংশটি পরীক্ষা করি। হিয়া ভাইরাল ভিডিওর অডিওকে ডিপফেক ও এআই দিয়ে তৈরি হিসাবে শনাক্ত করেছে।






