বিহারে (Bihar) বিধানসভা নির্বাচনের ফল (election result) ঘোষণার পর, সাধারণ মানুষ বিশেষ করে জেনারেশন জি-এর (Gen-Z) দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের (protest) দৃশ্য দাবি করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু মানুষ একত্রে বিক্ষোভ দেখানোর সময় একটি গেট ভেঙ্গে ফেলার ভিডিও।
বুম ভাইরাল দাবি ভুয়ো। ভিডিওটি বিহারের নয় বরং রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনের দাবি করে এসএফআই ছাত্র সংগঠনের করা বিক্ষোভের।
গত ১৪ নভেম্বর, বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং সবচেয়ে বেশি অর্থাৎ ৮৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি।
ভাইরাল দাবি
এসএফআইয়ের পতাকা হাতে বিক্ষুব্ধ জনতার গেট ভেঙ্গে ফেলার ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "বিহারে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রিয় সমাজবাদ সমর্থক জনগণের মনে গণতন্ত্র রক্ষার জন্য এক আগুন জ্বলে উঠেছে, নির্বাচনে নির্বাচন কমিশন যেভাবে দুর্নীতির সাহায্য নিয়ে গণতন্ত্রকে সংবিধানকে রক্তাক্ত করছে তার বিরুদ্ধে সাধারণ জনগণ জেনারেশন Gen Z জেগে উঠেছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওটি পুরনো: ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে @pdusudevrajhooda নামক এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে আমরা দেখি একই ভিডিও ২৮ জুলাই, ২০২৫-এ আপলোড করা রয়েছে। এর থেকে বোঝা যায়, ভিডিওটির সঙ্গে বিহারে নির্বাচনের ফল ঘোষণার কোনও যোগ নেই। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি রাজস্থানের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেখাওয়াতি ইউনিভার্সিটিতে এসএফআই ছাত্র সংগঠনের বিক্ষোভের ভিডিও। ইউনিভার্সিটির উপাচার্যের অফিসের বাইরের দৃশ্য এটি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বায়ো অনুযায়ী, ভিডিওটি পোস্ট করেছেন রাজস্থানের ওই বিশ্ববিদ্যালয়ের এসএফআই শাখার এক ছাত্রনেতা দেবরাজ হুডা।
২. রাজস্থানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ভিডিও: ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে, এরপর আমরা গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ভাইরাল দৃশ্যসহ ২৮ জুলাই, ২০২৫-এ দৈনিক ভাস্করের প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাই। প্রতিবেদন থেকে জানা যায়, রাজস্থানের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেখাওয়াতি ইউনিভার্সিটিতে ছাত্র নির্বাচন পুনরায় শুরু করার দাবিতে উপাচার্যের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় এসএফআই ছাত্র সংগঠন এবং তারা উপাচার্যের অফিসের গেট ভেঙ্গে ফেলে। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীও সামিল হয়।






