সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাজার হাজার মানুষের মিছিলের (rally) একটি ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে ভিডিওটি নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে বিহারের (Bihar) সাধারণ জনগণ বিশেষত জেন-জি (Gen Z) মিছিলের।
বুম যাচাই করে দেখে ভিডিওটি আসলে অসমে প্রখ্যাত গায়ক জুবিন গর্গের অন্তিম যাত্রার সময়ে একত্রিত হওয়া জনস্রোতের।
১৪ নভেম্বর, ২০২৫-এ বিহারে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এনডিএ জোট জয়ী হওয়ার পর থেকে, নির্বাচন পরবর্তী বিহারে বিজেপি বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের ভুয়ো দাবি করে একাধিক অসম্পর্কিত ভিডিও ছড়িয়ে পরেছে সমাজমাধ্যমে। বুম সেগুলির খণ্ডনও করেছে। দেখুন এখানে ও এখানে।
দাবি
বিরাট এক জনসমাগমের ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "বিহার কি নেপাল হতে চলেছে ??? বিহার রেজাল্টের পর থেকেই BJP আর নির্বাচন কমিশনের ভোট চুরির বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বিরোধ প্রদর্শন GEN G দের।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওটি জুবিন গর্গের অন্তিম যাত্রার: বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে একটি ইনস্টাগ্রাম পোস্টে একই ছবি দেখতে পায়। ছবির ক্যাপশন থেকে বোঝা যায় সেটি জুবিন গর্গের অন্তিম যাত্রার। দেখুন এখানে।
এছাড়াও, ২২ সেপ্টেম্বর, ২০২৫ অর্থাৎ জুবিন গর্গের শেষ যাত্রার দিনের একটি ইনস্টাগ্রাম পোস্টে আমরা একই ভিডিও দেখতে পাই। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, "RIP #ZubeenGarg #trend #viral"
২. ভিডিও সংক্রান্ত প্রতিবেদন: আমাদের অনুসন্ধান থেকে ইঙ্গিত নিয়ে আমরা ইউটিউবে জুবিন গর্গের অন্তিম যাত্রা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা ইন্ডিয়া টাইমসের ২২ সেপ্টেম্বর, ২০২৫-এর আপলোড করা একটি ইউটিউব শর্টস ক্লিপে ভাইরাল দৃশ্য দেখতে পাই।
নীচে ভাইরাল ভিডিওর সঙ্গে ইন্ডিয়া টাইমসের আপলোড করা ক্লিপের একটি তুলনা দেওয়া হল।
জুবিন গর্গের অন্তিম যাত্রা সংক্রান্ত রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনেও ভাইরাল দৃশ্য দেখা যায়। দেখুন এখানে।






