Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০১৯ সালের পাটনায় ট্রেন দুর্ঘটনার ছবি পশ্চিমবঙ্গের দৃশ্য বলে ছড়াল

বুম দেখে ভাইরাল ছবিটি পাটনার কাছে সহদই বুজুর্গ স্টেশনের কাছে ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা।

By - Srijit Das | 16 Jan 2022 4:53 AM GMT

বিহারে (Bihar) ট্রেন দুর্ঘটনার একটি পুরনো ছবি মিথ্যে দাবি সমেত সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে, ১৩ জানুয়ারি, ২০২২ উত্তরবঙ্গে (North Bengal) লাইনচ্যুত হওয়া বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ছবি সেটি।

১৩ জানুয়ারি, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নিউ দোমোহানি স্টেশনের কাছে, অসমগামী বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। সরকারি বয়ান অনুযায়ী, বিকেল ৪.৫৩ মিনিটে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে, নিউ দোমোহানি ও নিউ ময়নাগুড়ি স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অন্তত ৯ জন মারা যান ও ৩৬ জন আহত হন।

যাচাই-করা ফেসবুক পেজ 'দ্য কোলকাতা বাজ' থেকে ছবিটি শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, "উত্তরবঙ্গে এক ভয়ানক ট্রেন দুর্ঘটনা। জানা গেছে, বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ময়নাগুড়ির দোমোহানিতে অনেকজন মারা গেছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় মানুষেরা বলেন, দুপুরে একটা বিকট আওয়াজ শুনে তাঁরা বেরিয়ে আসেন।"


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: রাজীব গাঁধীকে সুরক্ষা দিতে এসপিজি কি একজন ভিখারিকে গুলি করেছিল?

তথ্য-যাচাই

ছবিটি সম্পর্কে জানতে বুম রিভার্স ইমেজ সার্চ করে। দেখা যায়, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ দ্য আইরিশ টাইমস'এ প্রকাশিত একটি লেখার সঙ্গে ওই একই ছবি ছাপা হয়। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা হয়, "৩ ফেব্রুয়ারি, পূর্ব ভারতের বিহার রাজ্যে, সহদাই বুজুর্গ রেল স্টেশনের কাছে একটি ট্রেন লাইচ্যুত হলে, উদ্ধারকারীদের জীবিত যাত্রীদের খুঁজতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স/স্ট্রিঙ্গার।"

এই সূত্র ধরে খোঁজ করলে, আন্তর্জাতিক সংবাদ এজেন্সি রয়টর্স'এর ওয়েবসাইটে আমরা ছবিটি দেখতে পাই। সেই ছবিটির সঙ্গে একই তথ্য দেওয়া ছিল।

সূত্র: রয়টর্স

৩ ফেব্রুয়ারি, ২০১৯ ইন্ডিয়া টুডে'র প্রতিবেদনে বলা হয়, "সোমবার সকালে, বিহারে সীমাঞ্চল এক্সপ্রেসের এগারোটি কামরা লাইনচ্যুত হলে সাতজন মারা যান ও ২০ জনেরও বেশি ব্যক্তি আহত হন। দিল্লিগামী ট্রেনটি বিহারের বৈশালী জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি যোগবাণী ও আনন্দ বিহার স্টেশনের মধ্যে চলাচল করে।"

ওই রিপোর্টে আরও বলা হয়, "সকাল ৩.৫০ মিনিটে, ট্রেনটি পূর্ণ গতিতে চলাকালে দুর্ঘটনাটি ঘটে।"

ঘটনাস্থল থেকে ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন দেখুন নীচে।

Full View

আরও পড়ুন: কোভিড সারাতে শুকনো আদা? তেমন কোনও প্রমাণ নেই

Related Stories