Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, ভিডিওটিতে বিল গেটসকে মহাকুম্ভ মেলায় যোগদান করতে দেখা যায় না

গেটস ফাউন্ডেশন এর একজন প্রতিনিধি বুমকে জানান, বিল গেটস মহাকুম্ভতে যোগ দেননি।

By - Sista Mukherjee | 19 Jan 2025 5:00 PM IST

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভুয়ো দাবি করা হচ্ছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) উত্তরপ্রদেশের মহাকুম্ভতে (Maha Kumbh) উপস্থিত ছিলেন।

গেটস ফাউন্ডেশন এর একজন প্রতিনিধি বুমকে নিশ্চিত করে জানান, ভাইরাল ভিডিওতে বিল গেটসকে দেখা যায় না। বিল গেটস মহাকুম্ভতে যোগ দেননি।

উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলাতে যোগ দিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগমন হয়েছে পূন্যার্থীদের। ৪ হাজার হেক্টর জায়গার উপর এই মেলার আয়োজন করা হয়েছে। এবছরের মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলও।

ভাইরাল ভিডিওতে একজন বয়স্ক বিদেশি ব্যক্তিকে কাশি বিশ্বনাথ মন্দির দেখা যাচ্ছে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “বিশ্বের সবথেকে বেশি পয়সা ওয়ালার মালিক বিল গেটস আজ স্বয়ং মহা কুম্ভ মেলায় উপস্থিত , জয় সনাতন । হর হর মহাদেব।”




পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও এখানে। আর্কাইভটি দেখতে ক্লিক করুন এখানেএখানে

ফ্যাক্ট চেক

বুম ভিডিওটির কিছু মূলফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেখতে পাই ওই একই ভিডিও ইউটিউবে আপলোড করা রয়েছে। ভিডিওটি ২৪ ডিসেম্বর ২০২৪ আপলোড করে তার শিরোনামে লেখা রয়েছে, “বিল গেটসের মতো দেখতে ব্যক্তি।” তার সাথে #duplicatebillgates হ্যাশট্যাগ ও ব্যবহার করা হয়েছে। ইংরেজি তে মূল শিরোনাম, "A man look like bill gates #worldrichestman #duplicatebillgates#billgates "

যিনি ভিডিও করছিলেন সে ঐ ব্যক্তিকে ব্যঙ্গ করে বিল গেটস বলে ভুল শনাক্ত করে এবং বলে তিনি কাশী বিশ্বনাথে এসেছেন।

Full View

এরপর আমরা ভিডিওটা থাকা ব্যক্তি সাথে বিল গেটসের মুখের তুলনা করলে দেখতে পাই তাদের চেহারার মধ্যে অনেক অমিল রয়েছে। নিজে তুলনা দিয়ে দেওয়া হল।


বুম এরপর গেটস ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করলে সেখানে প্রতিনিধি নিশ্চিত করেন যে দাবিটি মিথ্যে এবং ভিডিওতে বিল গেটসকে দেখা যায় না।

গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “না, লোকটি বিল গেটস নয়। বিল গেটস প্রয়াগরাজের মহাকুম্ভতে যোগ দিচ্ছেন এই রিপোর্টগুলি মিথ্যে। আমরা নিশ্চিত করছি যে তিনি ভারতে নেই এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না।”

(অতিরিক্ত রিপোর্টিং: শ্রীজিৎ দাশ)

Tags:

Related Stories