গত ১৮ নভেম্বর ভারতীয় বায়ু সেনার একটি হেলিকপ্টার (Helicopter Crash) অরুণাচল (Arunachal Pradesh) প্রদেশে ভেঙে পড়ার ভিডিওকে শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, এটাই নাকি বুধবার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু ঘটানো হেলিকপ্টার ধ্বংসের দৃশ্য।
তামিলনাড়ুর কুন্নুর জেলায় রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা সহ আরও ১১ জনের মৃত্যুর খবর চাউর হতেই ওই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর রাওয়াত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ নিযুক্ত হন। তিনি যখন ওয়েলিংটন স্টাফ কলেজে ভাষণ দিতে যাচ্ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ভারতীয় বায়ু সেনা জানিয়েছে, দুর্ঘটনাটির কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর জানাজানি হতেই বেশ কয়েকটি পুরনো ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় আত্মপ্রকাশ করতে থাকে।
হিন্দি, ইংরাজি কিংবা তামিল ক্যাপশন দিয়ে প্রতিটি ভিডিওই রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ার দৃশ্য বলে শেয়ার হতে থাকে।
একটি হিন্দি ক্যাপশনে যেমন দাবি করা হয়, "এটাই রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ার প্রথম ভিডিও।"
আরও পড়ুন: না, এই ছবিটি সিডিএস বিপিন রাওয়াতের ভেঙে পড়া হেলিকপ্টার নয়
তথ্য যাচাই
বুম ভাইরাল হওয়া ভিডিওর মূল ফ্রেম নিয়ে খোঁজ খবর করে দেখেছে, এটি গত ১৮ নভেম্বর অরুণাচল প্রদেশের পূর্বাঞ্চলে ভেঙে পড়া একটি হেলিকপ্টারের দৃশ্য।
হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদনে লেখা হয়— "একটি এম আই-৭ হেলিকপ্টার বৃহস্পতিবার ২ জন পাইলট ও ৩ জন কর্মী সহ অরুণাচল প্রদেশের পুব দিকে ভেঙে পড়ে। হেলিকপ্টারটি নিয়মিত টহলদারির কাজে লিপ্ত ছিল, যখন এই দুর্ঘটনা ঘটে।"
ওই একই ভিডিও সংবাদ-সংস্থা এএনআই-ও টুইট করেছে।
এএনআই ভিডিওটির কৃতিত্ব দেয় এক স্থানীয় ব্যক্তিকে এবং জানায়, হেলিকপ্টারটি একটি হেলিপ্যাডের কাছেই ভেঙে পড়ে, যার ফলে কর্মীরা কেউই খুব গুরুতর কোনও আঘাত পাননি।
তা ছাড়া স্থানীয়দের তোলা এবং বিভিন্ন সংবাদ-সংস্থায় প্রকাশিত ছবির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর কোনও সাদৃশ্য নেই। এই সব দৃশ্যের কিছু-কিছু আপনারা দেখতে পাবেন এখানে এবং এখানে।
আরও পড়ুন: বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার দৃশ্য বলে ছড়াল সিরিয়ার ভিডিও