Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

নিউজ ১৮, এই সময় ছড়াল পাকিস্তান বন্যায় অনিল কাপুরের অর্থদানের ভুয়ো খবর

বুমকে অনিল কাপুরের জনসংযোগ প্রতিনিধি পাকিস্তানের বন্যায় অভিনেতার অর্থসাহায্যের দাবিটি অসত্য বলে নিশ্চিত করেন।

By - Srijit Das | 14 Sep 2022 8:52 AM GMT

পাকিস্তানের বন্যায় দুর্গতদের সাহায্যার্থে বলিউড অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) ৫ কোটি টাকা দান করেছেন দাবি করে নিউজ ১৮ বাংলা (News 18 Bangla) এবং এই সময় (Ei Samay) খবর প্ৰকাশ করে তাদের ওয়েবসাইটে।

বুম বাংলা পাকিস্তানের বন্যায় সাহায্যের জন্য অনিল কাপুরের ৫ কোটি টাকা দানের খবরটি যাচাই করতে বলিউড অভিনেতার জনসংযোগ প্রতিনিধির সাথে যোগাযোগ করে। ভাইরাল এই খবরের বিষয়ে অভিনেতার জনসংযোগ প্রতিনিধিকে জিজ্ঞেস করা হলে তিনি "একদমই নয়" বলে দাবিটি খণ্ডন করেন।

তিনি আরও বলেন, "দয়া করে ভুয়ো খবরে বিশ্বাস করবেন না"। 

সত্য হাই সনাতন নামের এক টুইটার ব্যবহারকারীকে খবরটির কৃত্তিত্ব দিয়ে নিউজ ১৮ বাংলা প্রতিবেদনটি প্রকাশ করে।

নিউজ ১৮ বাংলার ওই প্রতিবেদনে "সোশ্যাল মিডিয়ায় ঠিক এইরকমই এক রিপোর্ট প্রকাশিত হয়েছে" দাবি করে লেখা হয়, "সত্য হাই সনাতন নামের একটি টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "অনিল কাপুর পাকিস্তানের বন্যার জন্য ৫ কোটি টাকা দান করেছেন। ভারতের কোনও মন্দিরে সেই টাকা দিলে সমস্যা কি ছিল?" লোকের নজরে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁরা তাঁকে ট্রোল করতে শুরু করে। অনিল কাপুর গুজবে প্রতিক্রিয়া করেন না।"

এছাড়াও প্রতিবেদনটির শিরোনাম হিসাবে লেখা হয়, "ভয়ঙ্কর বন্য়ার কবলে পাকিস্তান! ৫ কোটি টাকা দান করে বিপাকে অনিল কাপুর"। 


নিউজ ১৮ বাংলার প্রকাশিত প্রতিবেদনের আর্কাইভ পড়ুন এখানে

আরও পড়ুন: ২০১১ সালে জাপানে সুনামির ভিডিও জিইয়ে উঠল পাকিস্তানে বন্যার দৃশ্য বলে 

বুম বাংলা হিন্দিতে টুইটারে কীওয়ার্ড সার্চ করে সত্য হি সনাতন নামের এক টুইটার ব্যবহারকারীর করা একই দাবিসমেত এক টুইট খুঁজে পায়। টুইটটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে


অন্যদিকে এই সময়ও তাদের প্রতিবেদনে পাকিস্তানের বন্যার জন্য অনিল কাপুরের ৫ কোটি টাকা দানের তথ্যটি সোশাল মিডিয়া থেকে পাওয়া বলে উল্লেখ করে তাদের খবর প্রকাশ করে।

এই সময় তাদের প্রতিবেদনের শিরোনামে লেখে, "পাকিস্তানের পাশে অনিল কাপুর, বন্যা দুর্গতের আর্থিক সাহায্য অভিনেতার"।


এরই পাশাপাশি তারা লেখে, "..এই রিপোর্ট সামনে আসার পর থেকে একদল নেমে পড়ছে তারকাকে ট্রোলড করতে কেন তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রতিবেশীর দিকের দিক সেই নিয়ে নানা অসন্তোষ নেটপাড়ায়। তবে বলিউড থেকে শুধু অনিল কাপুর নন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটও।"

এই সময় প্রকাশিত সেই প্রতিবেদনের আর্কাইভ পড়ুন এখানে

প্রসঙ্গতঃ, কিছুদিন আগে বিবিসি হিন্দিকে উল্লেখ করে অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট ১ কোটি টাকা করে এবং প্রযোজক-পরিচালক করণ জোহর ৫ কোটি টাকা পাকিস্তানের বন্যায় সাহায্যার্থে দান করেছেন দাবি ছড়ালে বুম তার তথ্য যাচাই করে।

আরও পড়ুন: বিমানবন্দর নয়, ভিডিওটি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনার

Related Stories