বিয়ের কনের (bride) সাজে সজ্জিত একটি মেয়ের স্ক্রিপ্টেড ভিডিও (scripted video) সোশ্যাল মিডিয়ায় বাস্তব ঘটনা হিসাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে মেয়েটিকে বিয়ের আগে তার প্রাক্তন প্রেমিকের (ex-boyfriend) সঙ্গে শেষ বার দেখা (meet) করতে এসে আলিঙ্গন করতে দেখা যায় ভিডিওয়।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই স্ক্রিপ্টেড ভিডিওটি আরভ মাভি নামক এক কনটেন্ট নির্মাতার তৈরি। মাভি তার ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে ১৩ ডিসেম্বর, ২০২৫-এ ভিডিওটি পোস্ট করেন।
দাবি
ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেছেন, "ভিডিওতে যেই মেয়েটাকে দেখতেছেন। এই মেয়েটা তার বিয়ের দুই ঘণ্টা আগে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে এবং শেষবারের মতো 'হাগ' করে এসেছে!..."
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন ও জি২৪ ঘণ্টা এই ভিডিওটি সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রতিবেদনগুলির আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড: বুম ভাইরাল দাবিটি যাচাই করতে ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা কনটেন্ট নির্মাতা আরভ মাভির (@chalte_phirte098) ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ১৩ ডিসেম্বর, ২০২৫-এর পোস্টে একই ভিডিও দেখতে পাই। একই ভিডিও তার ইউটিউব চ্যানেলেও দেখা যায়।
উক্ত ভিডিওটি ভাইরাল হওয়ার পর, আরভ মাভি তার ইউটিউব এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ১৬ ডিসেম্বর, ২০২৫-এ একটি স্পষ্টীকরণ ভিডিও শেয়ার করে জানান, তিনি সত্য ঘটনা অবলম্বনে নাটক তৈরি করেন এবং তার উপর ভিত্তি করে ভিডিও বানান। তিনি বলেন, "মানুষ আমার সাথে নিজেদের গল্প শেয়ার করেন। এই ভাবেই আমি একটি বিয়ের কনের ভিডিও বানিয়েছিলাম যা ভাইরাল হয়ে গেছে। ভিডিও এতটা ভাইরাল হয়ে যাবে আন্দাজ করতে পারিনি।"
এই স্পষ্টীকরণ ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, "এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এটি কেবল সচেতনতা বৃদ্ধি ও হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য তৈরি..."
ইনস্টাগ্রামে নিজেকে ডিজিটাল নির্মাতা হিসাবে বর্ণনা করে আরভ মাভি লিখেছেন, "ভগ্নহৃদয়কে কালজয়ী গল্পে পরিণত করছি। প্রতিটি ভগ্নহৃদয়ের মধ্যে একটি করে গল্প থাকে। আপনার গল্পটা আমার সঙ্গে শেয়ার করুন।"






