Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

হোটেল ঘরে দম্পতিকে হুঁশিয়ারি দেওয়ার ভিডিওটি সাজানো

বুম দেখে ভিডিওটি একটি সাজানো ঘটনার দৃশ্য, যা তোলা হয়েছে মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে।

By - Srijit Das | 31 Dec 2021 12:00 PM IST

একটি লোক এক তরুণ দম্পতিকে হোটেলের ঘরে তিরস্কার করছে এবং তাদের সঙ্গে নীতি-পুলিশের মতো আচরণ করছে— এই মর্মে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বর্তমানে কী ভাবে অল্পবয়সী (minor girl) মেয়েরা বিপথগামী হচ্ছে, এটি তারই ছবি।

বুম দেখে যারা ভিডিওটি বানিয়েছে, তারা সামাজিক সচেতনতা (awareness video) বাড়াতেই এটি করেছে এবং দৃশ্যে অভিনয় করা যুবক-যুবতীও ছবির শেষে নিজেরাই তা কবুলও করছে।

বুম সম্প্রতি সোশাল মিডিয়ায় এ ধরনের ভুলভাল দাবি জানানো বেশ কিছু সাজানো ভিডিওর পর্দাফাঁস করেছে। যারা এই ভিডিওগুলি বানায়, তারা সমাজ-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এগুলো তৈরি করে। কিন্তু প্রায়শই দেখা যায়, এগুলির অংশবিশেষ তুলে নিয়ে বা কাটছাঁট করে সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর নানা ক্যাপশন দিয়ে এগুলো ভাইরাল করে দেওয়া হয়।

৫ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লোক এক হোটেলে ঢুকে একটি মেয়ের খোঁজ করছে, তারপর মেয়েটির খোঁজে জোর করে হোটেলের একটি ঘরে প্রবেশ করছে। সেখানে সে এক অল্পবয়সী যুগলের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে মেয়েটি স্কুলের ইউনিফর্ম পরা। তারপর সে তাদের একটি ভিডিও দেখিয়ে দাবি করছে কী ভাবে একটি মেয়ে স্কুল কামাই করে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে হোটেলের ঘরে গিয়ে সময় কাটাচ্ছে। ওই যুগলকে লোকটি জানায় যে তারাও কিন্তু ওই ভিডিওর কুশীলবদের মতো খারাপ দৃষ্টান্তই স্থাপন করছে।

এই ভিডিওটি ভাইরাল হয়েছে যে হিন্দি ক্যাপশন দিয়ে, তার অনুবাদ করলে দাঁড়ায়,  "এই মেয়েটি স্কুলে না গিয়ে একটি ছেলের সঙ্গে এক হোটেলে যেত । তার পর এক দিন তার শিক্ষক সেটা ধরে ফেলে। তারপর..."


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন: বুম বাংলা: ২০২১ সালের সারা বছরের বাছাই ভুয়ো খবর

তথ্য যাচাই

বুম ভিডিওটি বিশ্লেষণ করেছে এবং দেখেছে, এটি একটি অভিনয় করা দৃশ্যের ভিডিও। যারা এতে অভিনয় করেছে, তারা নিজেরাই ভিডিওটির শেষ দিকে এসে অভিভাবকদের উদ্দেশে বলছে, যেন তারা সতর্ক হয় বাড়ির মেয়েরা যখন বাড়িতে না থাকছে, তখন তারা কী করছে, কোথায় যাচ্ছে, সে বিষয়ে।

আমরা আরও লক্ষ্য করি যে, ওই তরুণ-তরুণীকে লোকটি যে ভিডিও দেখায়, সেটিও একটি সাজানো নাটক, বুম তা আগে খণ্ডন করেছিল, যখন সেটি সাম্প্রদায়িক মোচড় দিয়ে শেয়ার করা হয়েছিল।

এই সূত্র ধরেই আমরা দীপিকা শাহ নামে একজনের ফেসবুক পেজে পৌঁছে দেখি, সেখানেও ২০ ডিসেম্বর, ২০২১ এই ভিডিওটি আপলোড হয়েছে একই ক্যাপশন দিয়ে।


দীপিকা শাহের ফেসবুক পেজ পরীক্ষা করে আমরা এই ধরনের আরও কতকগুলি ভিডিও পাই। পেজ-এ এক মহিলার ছবিও দেওয়া রয়েছে, যাকে সমাজকর্মী বলে পরিচয় দেওয়া হয়েছে।

ওই পেজটিতে ১৮ ডিসেম্বর আরও একটি একই রকম ভিডিও আপলোড হয়েছে, যাতে ভাইরাল হওয়া আলোচ্য ভিডিওটির অভিনেতারাই অভিনয় করেছে।


ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

এই পেজটিতে ২৫ ডিসেম্বর, ২০২১ আপলোড হওয়া একটি পোস্টে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই সাজানো ভিডিওগুলি পোস্ট করা হয়। পেজটি বুম-কে ধন্যবাদও জানিয়েছে একটি ভিডিওর পর্দাফাঁস করার জন্য, যেটিতে মিথ্যা সাম্প্রদায়িক মোচড় দিয়ে পোস্ট করা হয়েছিল।


Tags:

Related Stories