Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পরীক্ষায় নকল করতে সাহায্য করা মহিলার ভিডিও ভুয়ো সাম্প্রদায়িক দাবিতে ছড়াল

বুমকে বিলাসপুর পুলিশ জানায় নকল করার ঘটনায় ধৃত দুই বোন অনু সূর্য ও অনুরাধা উভয়ই হিন্দু সম্প্রদায়ের।

By -  Srijanee Chakraborty |

17 July 2025 1:09 PM IST

ছত্তীসগঢ়ের (Chhattisgarh) বিলাসপুরে (Bilaspur) পরীক্ষায় নকল (exam cheating) করতে সাহায্য করার দায়ে এক মহিলাকে আটক করার একটি ভিডিও সাম্প্রদায়িক দাবিসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি যেখানে তাকে মুসলিম (Muslim) বলে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। 

বুম বিলাসপুর পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানান ভিডিওতে অনুরাধা নামের একটি মেয়েকে দেখা যায় যিনি পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তার দিদি অনু সূর্যকে একটি সরকারি চাকরির পরীক্ষায় নকল করতে সাহায্য করছিলেন। বিলাসপুর পুলিশ আমাদের নিশ্চিত করে ঘটনায় জড়িত দুই বোনই হিন্দু ধর্মাবলম্বী। 

ভাইরাল দাবি 

ভাইরাল ভিডিওয় বিলাসপুরের একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে দুজন ব্যক্তিকে মাথায় কালো ওড়না জড়ানো এক মহিলার সম্মুখীন হতে দেখা যায়। হিন্দিতে তাদের কথোপকথন শুনে বোঝা যায় ওই দুই ব্যক্তি মহিলার কাছে থাকা নানা ইলেকট্রনিক সরঞ্জাম তুলে ধরে মহিলার বিরুদ্ধে সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডবলুডি) পরীক্ষায় নকল করতে সাহায্য করার অভিযোগ করছেন ভিডিওয়। এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশনে লেখেন, "ছত্তিশগড়ের বিলাসপুর সরকারি চাকরির পরীক্ষায় প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে বোরখা পরা মহিলা নকল করতে ধরা পড়লেন, অন্যদিকে হিন্দু প্রার্থীদের কলাভা, এবং মঙ্গলসূত্র খুলে ফেলা হয়।" 

অনুসন্ধানে আমরা কি পেলাম

১. বোনের সাহায্যে পরীক্ষায় নকল: কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা একাধিক সংবাদ প্রতিবেদন পাই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৪ জুলাই, ২০২৫-এর প্রতিবেদন জানায়, বিলাসপুরের সারকান্ডায় একটি সরকারি স্কুলে পিডবলুডি পরীক্ষা চলাকালীন নকল করার দায়ে যশপুর জেলার নিবাসী অনু সূর্য ও অনুরাধা নামের দুই বোনকে গ্রেফতার করে পুলিশ। 

দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, অভিযুক্ত দুই বোনের পরীক্ষায় নকল করার পরিকল্পনা ফাঁস হয়ে যায় এক স্থানীয় ট্যাক্সি চালকের তৎপরতায়, যিনি তাদের কাছে উপস্থিত আধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম দেখে সন্দেহের বশে কার্যকর্তাদের জানান। পরীক্ষা কেন্দ্রে অন্তর্বাসের ভেতর স্পাই ক্যামেরা ও কানে মাইক্রো স্পিকারসহ পরীক্ষায় নকল করার সময় ধরা পরে দুই বোনের একজন।

২. কোনও সাম্প্রদায়িক দিক নেই: বিলাসপুর পুলিশ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতিতে জানায় শ্রী কালেশ্বর রামের দুই মেয়ে অনু সূর্য এবং অনুরাধা, উভয়কেই ১৪ জুলাই, ২০২৫-এ পুলিশ গ্রেফতার করেছে।

সারকান্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলেশ পান্ডে বুমকে জানান ওই দুই বোন এখন পুলিশ হেফাজতে রয়েছে। পান্ডে আমাদের নিশ্চিত করেন, তারা দুই বোনই হিন্দু সম্প্রদায়ের এবং তাদের মাথায় কেবল ওড়না দেওয়া ছিল, পরনে বোরখা ছিল না।

(অতিরিক্ত রিপোর্টিংঃ রোহিত কুমার)

Tags:

Related Stories