Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

টিডিপি সমর্থকদের চন্দ্রবাবু নাইডুর ছবি পোড়ানোর ভিডিও সাম্প্রতিক নয়

বুম দেখে ভিডিওটি পুরনো এবং অন্ধ্রপ্রদেশের গুন্তকালের বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন সংক্রান্ত বিতর্কের।

By - Hazel Gandhi | 9 Jun 2024 3:51 PM IST

তেলেগু দেশম পার্টি (টিডিপি) সমর্থকদের এন চন্দ্রবাবু নাইডুর (N Chandrababu Naidu) এক ছবিতে আগুন ধরিয়ে দেওয়ার পুরনো এক ভিডিও সম্প্রতি পোস্ট করে সমাজমাধ্যমে অনেকে দাবি করেন ভিডিওটিতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর অন্ধ্রপ্রদেশের জনগণ ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির সাথে সরকার গঠনের জন্য নাইডুর বিরুদ্ধে প্রতিবাদ করছে।

গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি অন্ধ্রপ্রদেশ থেকে ২৫ টি আসনের মধ্যে ১৬টিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে সেরাজ্যে ওয়াইএসআরসিপি ৪টি আসন ও মাত্র ৩টি আসন পায় বিজেপি। ফলাফল ঘোষণার পর এনডিএ বিরোধী 'ইন্ডিয়া' জোটে তিনি যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনার মাঝে চন্দ্রবাবু নাইডু বিজেপিকে তার সমর্থন নিশ্চিত করে জোটের বিষয়ে নিশ্চিন্ত করেন।

ভিডিওটি পোস্ট করা নেটিজেনদের অনেকের লেখা ইংরেজি ক্যাপশনের বাংলা অনুবাদ, "বিগ ব্রেকিং। অন্ধ্রপ্রদেশের ক্ষুব্ধ মানুষ মোদীকে সমর্থন করার জন্য চন্দ্রবাবু নাইডুর ছবি পোড়াচ্ছে। নাইডুর শপথ গ্রহণের আগে এটি পুনর্বিবেচনা করা দরকার।"


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

এছাড়াও বাংলায় এমনটাই দাবি করে ভিডিওটি ভাইরাল হয় ফেসবুকেও।


এমনই এক পোস্ট দেখতে ক্লিক করুন এখানে

তথ্য যাচাই

বুম দেখে ভিডিওটি ২০২৪ সালের মার্চ মাসের অর্থাৎ তা এবছরের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে তোলা হয়েছিল। আমরা জানতে পারি ভিডিওটিতে টিডিপি সমর্থকদের অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে তীব্র অসন্তোষের জন্য পার্টি অফিসে ভাঙচুর করতে দেখা যায়। 

ভাইরাল ভিডিও থেকে নেওয়া কিছু মূল ফ্রেমকে গুগলে রিভার্স সার্চ করে আমরা একই ভিডিওসমেত ২৯ মার্চ, ২০২৪ তারিখের এক ফেসবুক পোস্ট পাই। ওই পোস্টে থাকা তেলুগু ক্যাপশনের বাংলা অনুবাদ, "গুন্তকাল টিডিপিতে আগুন"।

Full View

পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

অতঃপর, উক্ত ক্যাপশন থেকে পাওয়া সূত্র ধরে আমরা গুগলে কীওয়ার্ড অনুসন্ধান চালাই এবং ২৯ মার্চ, ২০২৪ তারিখে দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাই। প্রতিবেদনটির শিরোনাম হিসেবে লেখা হয়, 'অনন্তপুর এবং গুন্তকালের টিডিপি অফিসগুলি ভাঙচুর করা হয়েছে' এবং ওই এলাকাগুলিতে বিধায়ক নির্বাচন নিয়ে কীভাবে টিডিপি সমর্থকরা পার্টি অফিস ভাঙচুর করেছে তার বিশদ বিবরণ বহন দেওয়া হয়। 

ওই ঘটনার ভিন্ন কোণ থেকে নেওয়া একটি ভিডিও একই দিনে এবিপি লাইভ তেলুগুও প্রকাশ করে।


ভিডিওতে থাকা তেলেগু লেখার অনুবাদ, "গুম্মানুরকে গুন্তকাল টিকিট.. টিডিপি নেতাদের ধ্বংস.!"

এবিপি লাইভ তেলুগুর এই ভিডিওটির পটভূমিতে থাকা একটি ব্যানারের সাথে ভাইরাল ভিডিওটিতে থাকা দৃশ্যের মিলও খুঁজে পাওয়া যায়। নীচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।


সাময়াম তেলুগুও ২৯ মার্চ ' গুন্তকালে টিডিপি নেতারা চন্দ্রবাবুর ছবি পোড়ান' শিরোনামের সাথে ভাইরাল ভিডিওটি প্রকাশ করে।

আরটিভি লাইভের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টিডিপির জিতেন্দর গৌড়ের সমর্থকরা গুন্তকালের পার্টি অফিসে হামলা চালায়, সম্পত্তির ক্ষতি করে এবং চন্দ্রবাবু নাইডুর একটি ছবিতে আগুন লাগিয়ে দেয় যখন তাদের দল অন্ধ্রপ্রদেশের রাজ্য নির্বাচনের জন্য গুম্মানুর জয়রামকে তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করে। সংবাদ প্রতিবেদন অনুসারে সেই সময়ে অনন্তপুরেও টিডিপি ক্যাডারদের ভাঙচুরের অনুরূপ ঘটনা রিপোর্ট করা হয়েছিল।

গুন্তকাল থেকে শেষ পর্যন্ত গুম্মানুর জয়রাম ৬,৮২৬ ভোটে জয়ী হন।


Tags:

Related Stories