Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

চিন্ময়কৃষ্ণ দাস সমকামী? রিপাবলিক বাংলা, সময় টিভির নামে ছড়াল ভুয়ো গ্রাফিক

বুম দেখে রিপাবলিক বাংলার তরফ থেকে এমন কোনও খবর অথবা সময় টিভির তরফে এমন কোনও গ্রাফিক প্রকাশ করা হয়নি।

By -  Srijit Das |

1 Dec 2024 4:30 PM IST

রিপাবলিক বাংলার (Republic Bangla) নাম করে বাংলাদেশের সময় টিভি (Somoy TV) হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) ভারতের সমকামী সম্প্রদায়ের (LGBTQ Community) সদস্য বলে খবর প্রকাশ করেছে দাবিতে এক গ্রাফিক ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল সেই গ্রাফিকে চিন্ময়কৃষ্ণ দাসের ছবি, রামধনু পতাকা, সময় টিভির নাম ও অনুরূপ টেমপ্লেট ব্যবহার করে লেখা হয়, "জানা যায় চিন্ময় প্রভু ছিলেন ভারতের সমকামী কমিউনিটি LGBTQ এর স্বনামধন্য সদস্য"। এই খবরের তথ্যসূত্র হিসেবে রিপাবলিক বাংলার নাম উল্লেখ করা হয়। 

বুম ভাইরাল সেই দাবির সত্যতা যাচাইয়ে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের সাথে কথা বললে তিনি জানান, এমন কোনও খবর চ্যানেলের তরফ থেকে সম্প্রচার করা হয়নি। অন্যদিকে, সময় টিভির ওয়েব ডেস্ক কো-অর্ডিনেটর সায়েদুল মাহমুদ মামুনও বুম বাংলাদেশকে বলেন, গ্রাফিকটি ভুয়ো এবং সময় টিভির কোনও প্ল্যাটফর্মে এমন খবর প্রচারিত বা প্রকাশিত হয়নি। 

সাম্প্রতিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগে সম্প্রতি উত্তাল এপার-ওপার দুই বাংলাই। এমন পরিস্থিতিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি, গোটা ঘটনায় 'গভীর উদ্বেগ' জানিয়ে বিবৃতি প্রকাশ করে বিদেশমন্ত্রক। ঘটনার জটিলতায় ইসকনের তরফে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সোচ্চার চিন্ময়কৃষ্ণ দাসের উপর নতুন করে সমর্থনের কথা ঘোষণা করা হয়।

এরই মধ্যে চিন্ময়কৃষ্ণ দাস ভারতের সমকামী সম্প্রদায়ের সদস্য দাবিতে ফেসবুকে ভাইরাল হয় এই গ্রাফিক। 


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

তথ্য যাচাই 

বুম প্রথমে রিপাবলিক বাংলার তরফে এমন কোনও খবর প্রকাশ করা হয়েছিল কিনা তা জানতে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে। তবে ভারতে সমকামী সম্প্রদায়ের সদস্য চিন্ময়কৃষ্ণ দাস - এমন কোনও রিপোর্ট রিপাবলিক বাংলা প্রকাশ করেছে বলে আমরা তা খুঁজে পাইনি। 

বুমের তরফে এরপর ভাইরাল এই দাবির সত্যতা যাচাইয়ে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের সাথে যোগাযোগ করা হয়। ময়ূখ ভাইরাল এই দাবি "ভুয়ো" বলে জানান এমন কোনও খবর রিপাবলিক বাংলার তরফে সম্প্রচার করা হয়নি।

অতঃপর, ভাইরাল গ্রাফিকটি যাচাইয়ে আমরা সময় টিভির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি পর্যবেক্ষণ করি। উক্ত গ্রাফিক অনুযায়ী সময় টিভি তা ২৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশ করেছিল।

তবে সময় টিভির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি দেখার পর আমরা সেই গ্রাফিক বাংলাদেশ-ভিত্তিক সংবাদমাধ্যমটি কোথাও প্রকাশ করেছে বলে দেখতে পাইনি।

এছাড়াও, আমরা ভাইরাল গ্রাফিকের সাথে সময় টিভির প্রকাশিত আসল গ্রাফিকগুলির কিছু অসামঞ্জস্য লক্ষ্য করি। ২৭ নভেম্বর ২০২৪ তারিখে সময় টিভির প্রকাশিত এক আসল গ্রাফিক নীচে দেখতে পাওয়া যাবে।

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে। 

এর থেকে সন্দেহ হওয়ায়, বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে সময় টিভির সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। বুম বাংলাদেশকে ভাইরাল হওয়া এই গ্রাফিক ভুয়ো বলে জানান সময় টিভির ওয়েব ডেস্ক কো-অর্ডিনেটর সায়েদুল মাহমুদ মামুন।

মামুন বলেন, "এই ধরনের কোনো সংবাদ ‘সময়’ এর কোনো প্ল্যাটফর্মে প্রচারিত বা প্রকাশিত হয়নি। ‘সময়’ এর লোগো এবং টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা এই ফটোকার্ডটিও ভুয়া।"

(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ)


Tags:

Related Stories