২০১৭ সালের একটি ভিডিওতে ইউক্রেনের প্রশাসনিক আধিকারিক হওয়া কৌতুকশিল্পী ভাসিলি গুমেনিউককে (Vasily Gumenyuk) যৌনগন্ধী এক হাস্যনাটিকায় গান ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে মিথ্যে দাবি করা হচ্ছে ভিডিওর ব্যক্তি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।
যদিও জেলেনস্কিও এক জন প্রাক্তন কৌতুক শিল্পী, এবং ভাইরাল হওয়া ভিডিওটি যে অনুষ্ঠানের, তিনিও তাতে অংশ নিয়েছিলেন, কিন্তু ফেসবুকে শেয়ার করা ক্লিপটিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি গুমেনিউক।
এক মিনিট দৈর্ঘের ভিডিওতে এক ব্যক্তিকে স্টেজে উপস্থিত মেয়েদের বক্ষবিভাজিকার দিকে তাকিয়ে ইউক্রেনিয়ান ভাষায় গান গাইতে শোনা যাচ্ছে এবং দর্শক ও বিচারকদের হাসতে দেখা যাচ্ছে।
ফেসবুকে অনেকেই জেলেনস্কিকে পরিহাস করে ভিডিওটি শেয়ার করেছেন। হিন্দিতে লেখা একটি ক্যাপশনে লেখা হয়েছে, "বন্ধুরা, আপনাদের সামনে হাজির করছি বিশ্বের নতুন নায়ক, বুদ্ধিজীবী, লিবার্যান্ড (উদারবাদে বিশ্বাসীদের প্রতি ঠাট্টা করে ব্যবহার করা শব্দ ), অভিজাতদের নতুন সম্বন্ধী। ইউক্রেনের মহান প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। উনি একা পুরো রাশিয়ান আর্মির সঙ্গে লড়াই করছেন। ওঁকে স্যালুট জানাই।"
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
(হিন্দিতে লেখা মূল ক্যাপশন: "मित्रों.... आपके सामने प्रस्तुत करते हैं.... नये वैश्विक हीरो, बुद्धूजीवी - लिब्राण्ड - एलीट समाज के नये जीजू, महान योद्धा, विश्व की धुरी, घोड़ा-गार्लिक....यूक्रेन के महान राष्ट्रपति - वोलोदयमिर ज़लेंस्क्य! अकेले पूरी रशियन फौज का डट कर मुकाबला करते हुए। नमन है, साष्टांग!!!!")
আরও পড়ুন: একই সিএনএন সাংবাদিকের আফগানিস্তান ও ইউক্রেনে মৃত্যুর খবরটি ভুয়ো
তথ্য যাচাই
বুম ভিডিওটিকে কিছু কিফ্রেমে ভাগ করে নিয়ে ইয়ানডেক্সে (একটি রাশিয়ান সার্চ ইঞ্জিন) রিভার্স ইমেজ সার্চ করে। তাতে আমরা দেখতে পাই যে, ওই একই অনুষ্ঠানের একই ধরনের ছবি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া হয়েছে।
২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনিয়ান সংবাদের সাইট টেলিগ্রাফের একটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, " 'লিগ অব লাফটার'-র এক কৌতুকশিল্পীকে খমেলনিটস্কিতে আরজিএ-র প্রধান হিসেবে নিয়োগ করা হল: জেলেনস্কির নির্দেশ।"
(ইউক্রেনীয় ভাষায় মূল শিরোনাম: Комик из "Лиги смеха" получил должность главы РГА на Хмельнитчине: указ Зеленского)
ওই প্রতিবেদনে ভিডিওর ব্যক্তিকে ভাসিলি গুমেনিউক হিসেবে উল্লেখ করা হয়েছে (ইউক্রেনীয় ভাষায়: Василия Гуменюка)। ভাসিলি গুমেনিউক এক জন কৌতুকাভিনেতা ছিলেন, যিনি পরে প্রশাসনিক আধিকারিক হিসেবে কাজ করেন। জেলেনস্কিই তখন তাঁকে প্রশাসনিক পদে বহাল করেছিলেন। তিনি খমেলনিটস্কি অঞ্চলের ইয়ারমলিনেটস্কি প্রদেশের স্টেট অ্যাডমনিস্ট্রেশনের চেয়ারম্যান হন।
ইউক্রেনের সংবাদ মাধ্যম অল খারকোভ এবং গরদোনুয়ায় গুমেনিউকের নিয়োগ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
আমরা অন্য একটি কিফ্রেম দিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি এবং ইউক্রেনের ভিনিতসিয়ার ভিনিতসা ইনফো নামে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, গুমেনিউক 'লিগ অব লাফটার ২০১৭' নামক ইউক্রেনের একটি কমেডি শোয়ে অংশ নেন। (ইউক্রেনীয় ভাষায়: Лига Смеха 2017")।
ওই প্রতিবেদনের সঙ্গে ৪ মিনিট ২৫ সেকেন্ড লম্বা একটি ক্লিপ দেওয়া হয় যেটি ২০১৭ সালের ২১ অক্টোবর ইউটিউবে আপলোড করা হয়।
যে ভিডিওতে গুমেনিউককে মঞ্চে দেখা যাচ্ছে, সেটিও ওই একই দিনে দেখানো হয়েছিল। অনুষ্ঠানটি শুরু হওয়ার সময় ভ্লাদিমির জেলেনস্কিকেও মঞ্চে দেখা গিয়েছিল, কিন্তু ভাইরাল ভিডিওতে সেই অংশটি দেখা যাচ্ছে না।
স্টুডিও কাভার্তাল ৯৫ এই একই ভিডিও তাদের ফেসবুক পেজে ২০১৭ সালের ২৫ অক্টোবর আপলোড করে। জেলেনস্কি এই স্টুডিওর মালিক ছিলেন।