কম্পিউটারে অ্যানিমেশনের (Special Effects) মাধ্যমে তৈরি করা এক ভিডিওকে চাঁদে (Moon) গ্রহাণুর (Asteriod) ধাক্কা বলে সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে।
২০১৯ সালের ২২ জানুয়ারি প্রকাশিত স্পেসডটকমের প্রতিবেদন অনুযায়ী চন্দ্র গ্রহণের সময় ২০-২১ জানুয়রি উল্কাপাত (meteorite) হতে দেখা যায়। ৬১ হাজার কিমি প্রতি ঘন্টা গতিবেগে ওই উল্কাটি চাঁদের বুকে আঘাত হানে।
ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় আকাশে হটাৎ করে আলোক বিচ্ছুরণ। অতঃপর গ্রহাণুকে ভেসে আসতে দেখা যায়।
ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লেখা হয়েছে, "চাঁদের গায়ে গ্রহাণু আছড়ে পড়ার পড়ার দৃশ্য"।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
(মূল ইংরেজিতে ক্যাপশন: The View of the MOON getting hit by an ASTEROID)
আরও পড়ুন: মেক্সিকোর সংসদে রাজনীতিকের বেআব্রু প্রতিবাদের ছবি ফের জিইয়ে উঠল
ফ্যাক্ট চেক
বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম নিয়ে কিওয়ার্ড সার্চ করে সুপার চিফ গ্যালারি নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৬ সেপ্টেম্বর ২০১৬ ভিডিওটিকে খুঁজে পায়। ওই ইনস্টাগ্রাম পেজে নানা ধরণের ভিডিও শিল্পকলা পোস্ট করা হয়েছে। ভিডিওটির সৌজন্য হিসেবে "সাউথ ল্যাব" অ্যাকাউন্টকে ট্যাগ করা হয়েছে।
আমরা দেখি সাউথ ল্যাবে ইনস্টাগ্রাম পেজে ওই ভিডিওটিকে ১ জুন ২০২০ ভিডিওটিকে পোস্ট করেছিল। ওই ভিডিওটিতে ক্যাপশন লেখা হয়েছিল, "লুনার ইমপ্যাক্ট" সঙ্গে হ্যাশট্যাগে লেখা হয়, "'স্পেশাল এফেক্টস', 'আফটার এফেক্টস', 'মোশন গ্রাফিক্স'।
সাউথ ল্যাবের ইনস্টাগ্রাম পেজ ও ইউটিউব চ্যানেলে এই ধরণের বিভিন্ন কম্পিউটারে তৈরি ভিডিও তৈরির কৌশল দেখানো হয়।
আরও পড়ুন: মৃত ভারতীয় সেনার দেহাবশেষ বলে ভুয়ো দাবিতে ফের জিইয়ে উঠল ডায়োরামা মডেল