মালগাড়ির (goods train) নীচে এক প্রেমিক যুগলের (couple) ঘনিষ্ঠ ভাবে বসে থাকা ও ট্রেন চলতে আরম্ভ করলে ছিটকে পড়ে কোনও রকমে প্রাণ বাঁচানোর একটি এআই (artificial intelligence) নির্মিত ভিডিও আসল হিসাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভিডিওটি কোনও বাস্তব দৃশ্যের নয়। আমরা এআই শনাক্তকারী টুলে ভিডিওটি পরীক্ষা করে নিশ্চিত হয়েছি সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
দাবি
ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখে, "প্রেম করতে গিয়ে চলন্ত মালগাড়ির নিচে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাও এই ভাইরাল ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে ১ ডিসেম্বর, ২০২৫-এ। প্রতিবেদনটি অনুসারে, ভিডিওর ঘটনাস্থল বিহারের পাটনা। প্রতিবেদনের আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওয় দৃশ্যমান অসঙ্গতি: বুম ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখে করে ওই প্রেমিক যুগলের মধ্যে ছেলেটির হাত ও হাতের পাতায় ভিডিওর একাধিক অংশে অসঙ্গতি লক্ষ্য করা যায়। এই অসঙ্গতিগুলি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওতে লক্ষণীয়।
২. এআই শনাক্তকারী টুলে পরীক্ষা: আমাদের অনুসন্ধান থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভাইরাল ভিডিওটিকে হাইভ মডারেশনের এআই যাচাইকারী টুলে পরীক্ষা করি। হাইভ মডারেশনের পরীক্ষার ফল অনুসারে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
এছাড়াও, আমরা বাফেলো ইউনিভার্সিটির ডিপফেক-ও-মিটারের একটি উপযুক্ত এআই যাচাইকারী টুলেও ভিডিওটি পরীক্ষা করি। পরীক্ষা থেকে জানা যায় ভিডিওটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে ৯২.৮ %।






