Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সাইক্লোন ইয়াস: ২০১৬ সালে উরুগুয়েতে টর্নেডোর তাণ্ডব ছড়াল ওড়িশার বলে

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৬ সাল থেকে অনলাইনে রয়েছে। সম্ভবত এটি পশ্চিম উরুগুয়ের ডোলোরেশ শহরে টর্নেডোর দৃশ্য।

By - Srijit Das | 25 May 2021 11:12 PM IST

ঝড়ের দাপটে ভেঙে পড়া গাছের মাথা উড়ে যাচ্ছে সঙ্গে তীব্র সোঁ সো হাওয়া, ২০১৬ সালে উরুগুয়ের (Uruguay) ডোলোরেশে (Dolores) ঘূর্ণিঝড় টর্নেডোর (Tornado) এক ঝলক দৃশ্য ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) ভয়ঙ্কর তাণ্ডব বলে দাবি করা হচ্ছে সোশাল মিডিয়ায়।

ক্রমশ শক্তি বৃদ্ধি করে স্থলভাগের দিকে ধেয়ে আসছে 'ইয়াস' ঘূর্ণিঝড় (Cyclone Yaas)। মৌসম ভবনের পূর্বাভাস, বুধবার দুপুরে ধর্ম বন্দর ও বালাসোরের মাঝখানে আছড়ে পড়বে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডেও সতর্কতা জারি করা হয়েছে। এই করোনা আবহে লক্ষাধিক মানুষকে সবিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। বিপর্যয় মোকাবিলায় জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলায় জেলায়। মঙ্গলবার ব্যান্ডেল-নৈহাটিতে 'মিনি টর্নেডো' হয়েছে বলে খবরে প্রকাশ

১৬ সেকেন্ডের ভিডিওটিতে তীব্র সোঁ সো ঝড়ের দাপটে ভেঙে পড়া গাছের মাথা পালকের মত উড়ে যেতে দেখা যায়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "এই মুহূর্তে উড়িষ্যাতে ইয়াসের ভয়ংকর তান্ডব,যেকোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে বাংলায়। (সব শেষ)"। (বানান অপরিবর্তিত)

বুম দেখে একই ক্যাপশন সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখা যাবে এখানে। ভিডিওটি আর্কাইভ করা আছে এখানে



Full View

ভিডিওটি আর্কাইভ করা আছে এখানে

আরও পড়ুন: সাইক্লোন ইয়াস: কেরলে টাউটের দৃশ্য ছড়াল শঙ্করপুরে সমুদ্র ফুঁসছে বলে

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৬ সাল থেকে অনলাইনে রয়েছে। সম্ভবত এটি পশ্চিম উরুগুয়ের ডোলোরেশ শহরে টর্নেডোর দৃশ্য।

বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম রিভার্স সার্চ করে ইউটিউবে ৩০ মে ২০১৬ আপলোড করা একটি ভিডিও খুঁজে পায়। ৩১ সেকেন্ডের ওই ভিডিওটির স্প্যানিশ ভাষায় শিরোনাম লেখা হয়, "টর্নেডোর যন্ত্রণা, বিপনি থেকে তোলা"

Full View

(মূল স্প্যনিশে শিরোনাম:Tornado dolores, captado desde un comercio)

বুম ওই ভিডিওর নিচে একাধিক ব্যক্তির পুরনো মন্তব্য দেখতে পায়। সেখানে ভিডিওটিকে উরুগুয়ের ডোলোরেশে (Dolores) টর্নেডোর দৃশ্য বলে দাবি করা হয়েছে।


ইউটিউব ভিডিওটি ভালো করে লক্ষ করলে একটি দোকানের হোর্ডিংয়ে স্পষ্টভাবে ইংরেজিতে "BBVA" লেখা দেখতে পায়। বিবিভিএ একটি স্পেনীয় ব্যঙ্কিং ও অর্থলগ্নি সংস্থা। বুম এই সূত্র ধরে গুগুল ম্যাপে স্ট্রিট ভিউয়ে উরুগুয়ের (Uruguay) ডোলোরেশ-স্থিত (Dolores) বিবিভিএ ব্যাঙ্কিং শাখার তল্লাশি করে। 

নিচে ইউটিউব ভিডিওর দৃশ্য (বাম দিকে) ও গুগুল ম্যাপে স্ট্রিট ভিউয়ে (ডান দিকে) পাওয়া ছবির তুলনা করা হল।


২০১৬ সালের এপ্রিল মাসের সিএনএন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওই সময় বিধ্বংসী টর্নেডোতে উরুগুয়েতে মারা যান ৪ জন আর আহত হন শতাধিক। ইউটিউবে ভিডিওটি তার পরের মাসেই আপলোড করা হয়।

এই একই ভিডিও ২০১৭ সালে হ্যারিকেন ইর্মার দৃশ্য বলে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সে সময় বাজফিড নিউজ ভিডিওটির তথ্য-যাচাই করে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর রোদনের পর নিউ ইয়র্ক টাইমস কুম্ভীরাশ্রুর ছবি ছাপেনি

Tags:

Related Stories