Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের প্রয়াণের খবর ভুয়ো

বুম সাম্প্রতিক খবর যাচাই করে দেখে পেলের পরিজন সম্প্রতি সংবাদমাধ্যমকে তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন।

By - Srijit Das | 5 Dec 2022 4:17 PM IST

ব্রাজিলের (Brazil) কিংবদন্তি ফুটবলার পেলে (Pele) শেষনিঃশ্বাস ত্যাগ (death) করেছেন দাবি করে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর (death hoax) ছড়ানো হচ্ছে। 

বুম সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন যাচাই করে দেখে ফুটবলার পেলের প্রয়াণের ভুয়ো। পেলের পরিবারের তরফ থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবর সংবাদমাধ্যমকে জানানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে সা পওলোস্থিত লাতিন আমেরিকার অন্যতম ও বিশ্বের সেরা আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৮২ বছর বয়সী প্রবীণ এই ফুটবলার কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি নভেম্বর মাসে করোনায় আক্রান্ত হন। তার জেরেই হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা দিলে গত সপ্তাহে পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভাইরাল এই পোস্টে লেখা ক্যাপশন অনুযায়ী, "ব্রাজিলের ফুটবল কিংবদন্তি কালোমানিক পেলে আর নেই। কিছুক্ষণ আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ৩ বারের বিশ্বকাপ জয়ী তারকা। RIP"।


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

বুমের হোয়াটস্যাপ হেল্পলাইন নম্বর (৭৭০০৯০৬৫৮৮)-এও খবরটির সত্যতা যাচাইয়ের জন্য অনুরোধ আসে।



তথ্য যাচাই

বুম পেলের মৃত্যুর খবরটির সত্যতা যাচাই করতে ব্রাজিলের প্রবীণ এই ফুটবলারের শারীরিক অবস্থার বিষয়ে সাম্প্রতিক কিছু সংবাদ প্রতিবেদন খুঁজে পায়।

ডিসেম্বর ৫, ২০২২ প্রকাশিত সংবাদসংস্থা রয়টর্সের প্রতিবেদন অনুযায়ী পেলের কন্যা কেলি তাঁর বাবা সম্প্রতি শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে চিকিৎসাধীন বলে জানান। তিনি বলেন, সুস্থ হয়ে গেলেই পেলেকে বাড়ি নিয়ে আসা হবে।

"এখনই তিনি হাসপাতালে বিদায় নিচ্ছেন না", সংবাদমাধ্যমকে বলেন কেলি।

পেলের ইনস্টাগ্রাম প্রোফাইলে ডিসেম্বর ৪, ২০২২ আলবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তির ছবি পোস্ট করা হয়।

ওই পোস্টে পেলে তার বিশ্বব্যাপী সমস্ত অনুরাগীদের শান্ত এবং ইতিবাচক থাকা অনুরোধ জানান।

পেলের অ্যাকাউন্টে লেখা হয়, "আমার বন্ধুরা, আমি চাই সবাই শান্ত এবং ইতিবাচক থাকুক। আমি অনেক আশা নিয়ে শক্তিশালী এবং আমি যথারীতি আমার চিকিৎসা অনুসরণ করছি। যত যত্ন আমি পেয়েছি তার জন্য আমি সম্পূর্ণ মেডিকেল এবং নার্সিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। আমার ঈশ্বরের প্রতি অনেক বিশ্বাস আছে এবং সারা বিশ্বজুড়ে আপনাদের কাছ থেকে প্রাপ্ত ভালবাসার প্রতিটি বার্তা আমাকে শক্তিতে পূর্ণ রাখে। আর বিশ্বকাপে ব্রাজিলকেও দেখুন! অনেক ধন্যবাদ সব কিছুর জন্য।"

বুম বাংলা পেলে সংক্রান্ত একাধিক ভুয়ো খবরের আগেও তথ্য-যাচাই করেছে। ২০১৯ সালেও তাঁর জীবনাবসানের ভুয়ো খবর সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দিয়গো মারাদোনার প্রয়াণের পর তাঁর কবরে শোকে মুহ্যমান পেলে দাবিতে ভুয়ো ফোটোশপ করা ছবি ভাইরাল হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে


Tags:

Related Stories