সম্প্রতি দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর (Rekha Gupta) সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করেছেন ভিডিও রেখা গুপ্ত স্বীকার করেছেন বিজেপি (BJP) ইভিএম (EVM) হ্যাক (hack) করে নির্বাচনে জিতেছে।
বুম এনডিটিভি ইন্ডিয়ায় সম্প্রচারিত রেখা গুপ্তর মূল সাক্ষাৎকারে দেখে তিনি রাহুল গান্ধীর বিজেপির বিরুদ্ধে করা ভোট চুরির অভিযোগের পাল্টা জবাব দিচ্ছিলেন। তিনি আসলে প্রশ্ন করেন, যদি বিজেপি জয়ী হলে ইভিএম হ্যাক করা হয়, তবে ৭০ বছর ধরে যখন কংগ্রেস সরকার ছিল সেসময় কি ভোটে কারচুপি করা হয়েছিল।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় রেখা গুপ্তকে হিন্দি বলতে শোনা যায়, "যতক্ষণ ৭০ বছর ধরে ওরা ইভিএম হ্যাক করছিল তখন কিছু হত না, আমরা করলেই খারাপ হয়ে গেল।" ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেম, "অবশেষে দিদি স্বীকার করলেন ই ভি এম হ্যাক করেন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও এক্সে ভিডিওটি পোস্ট করেন।
অনুসন্ধানে আমরা কী পেলাম: মূল এনডিটিভি ভিডিও
আমরা এনডিটিভি ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে আপলোড করা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সাক্ষাৎকারের ৮:১৯ মিনিটের একটি সংস্করণে পাই যেখানে তাকে ভাইরাল কথাগুলি বলতে শোনা যায়। আমরা দেখি এরপরের যে অংশে তিনি স্পষ্ট করেন ইভিএমে কারচুপির অভিযোগ কংগ্রেস বিজেপির বিরুদ্ধে করেছে এবং তার পাল্টা জবাব দেন; ভাইরাল ভিডিওয় সেটি সম্পাদনা করে দাব দেওয়া হয়েছে।
মূল এনডিটিভি ইন্ডিয়ার সাক্ষাৎকারে ২:৪০ মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, "যতক্ষণ ৭০ বছর ধরে ওরা (কংগ্রেস) ইভিএম হ্যাক করছিল তখন কিছু হত না, আমরা করলেই খারাপ হয়ে গেল। এটা কেমন হল। মানে ওরা জয়ী হলে জনতার রায়, আমরা জয়ী হলে ইভিএম হ্যাকিং। এই সূত্র কোথাকার কেউ বলবে আমায়? রাহুল গান্ধী এটি কোথা থেকে শিখেছে? একটি ধারণা তৈরি করা হচ্ছে দেশের নিরীহ জনগণকে ভাষণ দিয়ে প্রভাবিত করে। এছাড়া আর কিছু কি পারে?"
রেখা গুপ্তর জবাবের দ্বিতীয় অংশ যেখানে তিনি রাহুল গান্ধীর উল্লেখ করেন তা ভাইরাল ভিডিও থেকে সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।