Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

দিল্লির রাস্তায় স্কুল পড়ুয়াদের প্রেম? না, ভিডিওটি চিত্রনাট্য আধারিত

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি বাস্তব ঘটনা নয়, চিত্রনাট্য অনুযায়ী নাটকের ভিডিও ছাঁটাই করে ভুয়ো দাবি করা হচ্ছে।

By - Towhidur Rahman | 4 Aug 2022 5:30 PM IST

চিত্রনাট্য (scripted video) অনুযায়ী তৈরি এক স্কুল ছাত্রের (School students) দুই ছাত্রীর সঙ্গে প্রেমালামের সম্পাদিত ভিডিও ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

ভাইরাল হওয়া ৪৩ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশের গায়িকা সুমি সবনমের নতুন গান 'ভাল্লাগে' জুড়ে দেওয়া হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা একটি ছেলে ও দুুই মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রেমালাপ করছে।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "এক মোবাইলে দুই সিমকার্ড আনলিমিটেড বিনোদন"

একই দাবি সহ দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, ও এখানে। 

টুইটারে একই ভিডিওটি শেয়ার করে দিল্লির শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে। টুইটে লেখা হয়েছে, "দিল্লির রাস্তার স্কুলের শিশুরা🤣🤣...কেজরিওয়াল, এখন তার চোখ খুলুন!"

(মূল হিন্দিতে ক্যাপশন: "दिल्ली की सड़कों पर स्कूली बच्चे🤣🤣...केजरीवाल, अब अपनी आंखें खोलो!")

টুইটটি আর্কাইভ করা আছে এখানে। 

আরও পড়ুন: ভারতের যুব সমাজ নিয়ে রাহুল গাঁধীর ভাষণের ভিডিও ছাঁটাই করা

তথ্য যাচাই

বুম হিন্দি প্রথমে এই ভিডিওটির তথ্য-যাচাই করে। 

হিন্দিতে কিওয়ার্ড সার্চ করে আমরা অঙ্কিত জাতুসক্রান (Ankit Jatuskran)  নামে এক ব্যক্তিপ ফেসবুক পেজে এই ভিডিওটি খুঁজে পায়। বুম হিন্দি তথ্য-যাচাই করার পর ভিডিওটি অবশ্য অঙ্কিতের পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে।

আমরা দীর্ঘ ৫ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি। ৩১ সেকেন্ডে সময়ে একটি নির্দেশিকা (Disclaimer) লেখা পাওয়া গেছে। ওই নির্দেশে স্পষ্ট করে বলা আছে এটি কোনও বাস্তব ঘটনা নয় বরং একটি চিত্রনাট্যযুক্ত নাটক যা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

ইংরেজীতে লেখা নির্দেশিকা বলে যে, "এই ভিডিওতে তৈরি বিষয়বস্তু শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বিবেচনা করা উচিত। আমরা প্রতিটি ব্যক্তি, পেশা এবং সংস্থাকে সম্মান করি, আমরা যে ভূমিকাই পালন করি না কেন, এটি সম্পূর্ণরূপে আপনার বিনোদন। কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা এর উদ্দেশ্য নয়।"

ভিডিওটি আরও দেখার পরে, আমরা দেখতে পাই যে প্রায় ৩ মিনিট ২২ সেকেন্ডের সময়েও ভাইরাল ভিডিওর মতো একই দৃশ্য দেখা যায়।

আমরা অঙ্কিত জাতুসক্রান এর ফেসবুক পেজে অনুসন্ধান করে দেখতে পাই, সেখানে এরকম অনেক চিত্রনাট্য আধারিত কৌতুক ভিডিও রয়েছে।

ভাইরাল ভিডিওতে যে যুবক স্থানীয় বাসিন্দা হিসাবে, স্কুলের বাচ্চাদের অভিনয় করা অভিনেতাদের উপর জল ঢেলেছিল, তাকে অন্যান্য ভিডিও এবং লাইভ ভিডিওতেও দেখা গেছে। লাইভ ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে



বুম ফেসবুকে কিওয়র্ড সার্চ করে অঙ্কুর শর্মা নামে আরেকটি ফেসবুক পেজ খঁজে পায়। সেখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিওতে উল্লেখ করা রয়েছে। ফেসবুকে অঙ্কুর জাতুসক্রান নামে আরেকটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনেক চিত্রনাট্য আধারিত কৌতুক ভিডিও রয়েছে।

আরও পড়ুন: ২০২১ সালে শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর সাক্ষাতের ছবি ভুয়ো দাবিতে ছড়াল

Tags:

Related Stories