Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

প্রতিক্রিয়ার ভয়ে কি শাহরুখ খানের ছবির 'পাঠান' নাম বদলে 'জওয়ান' হল? একটি তথ্য-যাচাই

বুমকে রেড চিলিজ এন্টারটেনমেন্ট জানায়, 'পাঠান' ও 'জওয়ান' দুটি ভিন্ন ছবি, উভয়ই ২০২৩ সালে মুক্তি পাবে।

By - Swasti Chatterjee | 1 Sep 2022 11:48 AM GMT

শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ফিল্ম 'জওয়ান'-এর (Jawan) একটি ডিজিটাল পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে মিথ্যে দাবি সহ যে, অনলাইনে সমালোচিত হওয়ার পর, তিনি তাঁর ছবি 'পাঠান'-এর (Pathan) নাম পাল্টে দেন। 

আমরা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর (Red Chillies Entertainment) সঙ্গে যোগাযোগ করি। তাঁরা দাবিটি মিথ্যে বলে উড়িয়ে দেন।

দক্ষিণপন্থী ফেসবুক ব্যবহারকারীরা মিথ্যে দাবি করে ফেসবুকে লিখেছেন, "তোতলা তাঁর নিজের ফিল্ম #Pathan-এর নাম বদলে #জওয়ান করেছে #পরোটার নাম বদলে #পুরি রাখলে কিছু হবে না তোতলা বহিষ্কার মানে বহিষ্কার #Boycott_Bollywood" 

(হিন্দিতে লেখা দাবি: #हकले ने अपनी आने वाली फ़िल्म #Pathan का नाम बदलकर #जवान किया #पराठा का नाम #पूड़ी रखने से कुछ नहीं होगा हकले बहिष्कार मतलब बहिष्कार #Boycott_Bollywood)

Full View

আমির খান-এর "লাল সিংহ চাঢ্ঢা" ব্যবসায়িক ভাবে মার খাওয়ার পর, এ মাসের শুরুর দিকে শাহরুখ খানের ছবিও বয়কট করার ডাক দেওয়া হয়। এই দাবি দক্ষিণপন্থীদের চালু করা একটি নতুন প্রবণতা। অনেক দক্ষিণপন্থী সোশাল মিডিয়া ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, শাহরুখ খান পাকিস্তানের প্রতি 'সহানুভূতিশীল'। এবং অতীতে তিনি ভারতকে অসহিষ্ণু বলেছিলেন। দক্ষিণপন্থীরা শাহরুখ খানের ভবিষ্যৎ ছবিগুলি বয়কট করার আহ্বান জানিয়েছেন। তাছাড়া, ছবিটিতে শাহরুখ খানের সহ-তারকা দীপিকা পাড়ুকোন-ও দক্ষিণপন্থীদের নিশানায় রয়েছেন। তাঁদের অভিযোগ, জানুয়ারি ২০২০-তে, পাড়ুকোন জওহরলাল নেহরু ইউনিভারসিটির বিক্ষোভরত ছাত্রদের পাশে দাঁড়ান।

ফিল্মটি সম্পর্কে মিথ্যে দাবি করার ঘটনা এই প্রথম নয়। ২০২০ সালে, আইনজীবী প্রশান্ত প্যাটেল উমরাও-এর করা দাবি বুম যাচাই করে দেখেছিল। 'পাঠান' ছবিটির একটি ট্রেলার সম্পর্কে তিনি নেটিজেনদের ইউটিউবে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছিলেন। সে বিষয়ে বুমের তথ্য-যাচাই এখানে পড়ুন।

আরও পড়ুন: অজিত ডোভালের স্ত্রী বলে ভাইরাল প্রাক্তন বিদেশ সচিবের ছবি

তথ্য যাচাই: 

ভাইরাল পোস্টারটি শাহরুখ খান-অভিনিত ছবি 'জওয়ান'-এর

বুম নিশ্চিত হয় যে, 'পাঠান'-এর নাম পরিবর্তিত ছবির পোস্টার বলে যা শেয়ার করা হচ্ছে, সেটি আসলে 'জওয়ান' ছবির পোস্টার। ওই ছবিটিতেও শাহরুখ খান মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির লেখক ও পরিচালক হলেন তামিল ফিল্ম নির্মাতা অ্যাটলি কুমার। ছবিটি ২ জুন ২০২৩-এ মুক্তি পাবে। নয়নতারা-ও অভিনয় করেছেন ফিল্মটিতে। সেটি প্রযোজনা করেছেন গৌরী খান। তাছাড়া, বুম শাহরুখ খানের প্রযোজক ও অডিও-ভিসুয়াল সংস্থা রেড চিলিজ-এর সঙ্গে যোগাযোগ করে। তাঁরাও একই কথা বলেন।

যে পোস্টারটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, 'জওয়ান' ছবির ওই পোস্টারটি শাহরুখ খান ৪ জুন ইনস্টাগ্র্যামে শেয়ার করেন। 'জওয়ান'-এর ট্রেলার ৪ জুন ২০২২-এ ছাড়া হয়। সেটির দর্শক-প্রতিক্রিয়া আপলোড করে ই-টাইমস।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বুমকে নিশ্চিত করে জানায় যে, 'পাঠান' ছবির নাম পরিবর্তন করে 'জওয়ান' রাখা হয়নি। ওই সংস্থার একজন উচ্চপদস্থ সহযোগী বুমকে বলেন, "এই গুজবগুলির কোনও  ভিত্তি নেই। আমরা 'পাঠান' নামটি বদলাইনি। ২০২৩-এ ছবিটি মুক্তি পাবে।" বুম 'পাঠান' ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ-এর সঙ্গেও যোগাযোগ করেছে। তাঁর বক্তব্য জানা গেলে এই লেখা আপডেট করা হবে।

আরও পড়ুন: বিচারককে হুমকি চিঠি জেলে বসে? বিভ্রান্তি ছড়াল অনুব্রত মণ্ডলের নামে

Related Stories