Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ড্রেকের কনসার্টে লতা মঙ্গেশকরের গান বাজানোর ভাইরাল ভিডিওটি ভুয়ো

বুম যাচাই করে দেখে ২০২২ সালের ওভো উৎসবে, ড্রেক 'দ্য মোটো' গানটি গেয়েছিলেন লিল ওয়েন-এর সঙ্গে ।

By - Hazel Gandhi | 19 Nov 2022 11:58 AM GMT

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া, 'হম আপকে হৈঁ কৌন' সিনেমার 'দিদি তেরি দেওর দিওয়ানা' গানটি ড্রেককে (Drake) গাইতে দেখা যাচ্ছে একটি ভাইরাল ভিডিওতে।

বুম দেখে, অগস্ট ২০২২-এ তৈরি ভিডিওটিতে বলিউডের জনপ্রিয় গানটি ড্রেক-এর ভিডিওটিতে সম্পাদনা করে বসিয়ে দেওয়া হয়েছে। আসল ভিডিওটিতে, র‌্যাপার লিল ওয়েন-এর সঙ্গে ড্রেককে 'দ্য মোটো' গানটি গাইতে দেখা যাচ্ছে। কানাডার টোরোন্টোয় অনুষ্টিত ওভো উৎসবে দু'জনকে ওই গানটি পরিবেশন করতে দেখা যাচ্ছে।

ভাইরাল ভিডিওটি আপলোড করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী চিরাগ গাঁধী। তাঁর হ্যান্ডেলটির নাম হল '@dj_releast'।

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

এই লেখাটি যখন লেখা হচ্ছে, সেই সময় পর্যন্ত ইনস্টাগ্রামে ভিডিওটি ২৩ লক্ষ বার দেখা হয়েছিল। এবং টিকটক-এ ১৪ লক্ষ বার।

এনডিটিভি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবরটি সম্প্রচার করে।

প্রতিবেদনটি দেখা যাবে এখানে। আর্কাইভ করা আছে এখানে

আউটলুক, টাইমস নাওদ্য ইকনমিক টাইমস ভিডিওটির সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়েও খবর প্রকাশ করে। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: স্বাধীন ব্রাজিলের ২০০ বছর পূর্তির ছবি ভুয়ো দাবিতে ছড়াল

তথ্য যাচাই

বুম দেখে আসল ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। সেটিতে 'দিদি তেরি দেওর দিওয়ানা' গানটি নেই।

ভিডিওটির দৃশ্যগুলিকে ভিত্তি করে, "ডেক" ও "লিল ওয়েন" কি-ওয়ার্ড দিয়ে আমরা ইউটিউবে সার্চ করি। সেখানে আমরা ওই অনুষ্ঠানের একটি আরও বড় ভিডিও দেখতে পাই। ভিডিওটির বর্ণনায়, বলা হয়, ৬ অগস্ট, ২০২২-এ, টোরোন্টোয় অনুষ্ঠিত ওভো ২০২২ উৎসাবে তাঁরা অংশ নেন। ওভো উৎসব-এর অফিসিয়াল টুইটার-এও একই কথা বলা হয়।

এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে, আমরা ইউটিউবে ড্রেক লিল ওয়েন-এর পুরো অনুষ্ঠানটির সন্ধান করি। তার ফলে, আমরা ওই অনুষ্ঠানের দু'টি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পাই। ওই দু'টি ভিডিওর শুরুটা ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যায়। কিন্তু নেপথ্যে যে গানটি শোনা যায়, সেটি ভিন্ন।

ভিডিওটি দেখুন এখানে

Full View

নীচের ভিডিওটির ১:১৭:০২ সময় চিহ্ন থেকে ড্রেক ও লিল ওয়েনকে অন্য কোণ থেকে একই গান পরিবেশন করতে দেখা যাচ্ছে।

Full View

ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন এখানে

বুম নিশ্চিত হতে পেরেছে যে, পেছনে যে গানটি বাজছিল সেটি "দ্য মোটো"। সেটি ড্রেক ও লিল ওয়েন সেটি গেয়েছেন। 'দিদি তেরি দেওর দিওয়ানা' গানটি তাঁরা গাননি।

অনুষ্ঠানে যেখানে ড্রিককে নীচু হতে দেখা যাচ্ছে, সেই দৃশ্যটি দু'টি ভিডিওতেই এক। তা থেকে প্রমাণ হয়, আমরা একই অনুষ্ঠানের দৃশ্য দেখছি।

ভাইরাল ভিডিওটি যিনি আপলোড করেছেন সেই চিরাগ গাঁধীর সঙ্গেও বুম যোগাযোগ করেছে।

আমরা দেখি, উনি আগেও ওই দু'টি গানকে মিশিয়ে ছিলেন।

পোস্টটি দেখুন এখানে

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় "হিন্দুদের গুন্ডা" বলেন দাবিতে ছড়াল ভোট প্রচারের ছাঁটাই ভিডিও

Related Stories