নসার (NASA) নভশ্চর ক্রিস্টিনা কোচের (Christina Koch) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (Space Station) সবচেয়ে বেশি একটানা ৩২৮ দিন কাটিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ফিরে আসার ঘটনা সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ সাম্প্রতিক ঘটনা বলে ছড়াচ্ছে।
বুম যাচাই করে দেখে মহাকাশচরী ক্রিস্টিনা কোচের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটানা ৩২৮ দিন কাটানোর ঘটনা সত্যি হলেও, পৃথিবীতে ফিরে আসা এবছরের ঘটনা নয়। এবছরই মহাকাশে একটানা কাটানোর রেকর্ড ভেঙেছেন অন্য আরেক মহাকাশচারী।
ফেসবুকে ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টটিতে লেখা হয়েছে, "টানা ৩২৮ দিন মহাকাশে ফিরে এলেন নসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ। সাথে গড়লেন দীর্ঘদিন মহাকাশে থাকার রেকর্ড। উনিই প্রথম মানুষ্য প্রাণ যিনি মহাকাশে কাটিয়ে এসেছেন ৩২৮ দিন সাথে গড়েছেন দীর্ঘদিন মহাকাশে কাটানোর রেকর্ড অসংখ্য অভিনন্দন রইল ওনার এই সাহসী কৃতিত্বের জন্য।"
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে।
আরও পড়ুন: ভুয়ো দাবি: ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো
তথ্য যাচাই
বুম 'ক্রিস্টিনা কোচ', 'নাসা' ও '৩৯৮ দিন' প্রভৃতি কিওয়ার্ড সার্চ করে এব্যাপারে নাসার ব্লগে ৬ ফেব্রুয়ারি ২০২০ একটি প্রতিবেদন খুঁজে পায়।
ওই প্রতিবেদন অনুযায়ী ক্রিস্টিনা কোচ হলেন প্রথম মহিলা যিনি দীর্ঘক্ষণ ৩২৮ দিন মহাকাশে কাটিয়েছেন। ৬ ফেব্রুয়ারি ২০২০ ক্রিস্টিনা আরও দুই সহ-মহাকাশচারীর সঙ্গে কাজাখস্তানের দেহেজকাজগানে ভোর ৪ টে ১২ মিনিটে (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) অবতরণ করেন।
বিষয়টি নিয়ে ৬ ফেব্রুয়ারি ২০২০ গণমাধ্যম দ্য গার্ডিয়ানেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
৩০ মার্চ ২০২২ প্রকাশিত নাসার প্রতিবেদনে অবশ্য দেখা যায় এবছর এই রেকর্ড ভেঙেছেন মহাকাশচারী মার্ক ভান্ডে হেই (Mark Vande Hei)। একটানা মার্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩৫৫ দিন থাকার রেকর্ড গড়েন ৩০ মার্চ ২০২১।
দফায় দফায় মোট ৬৬৫ দিন মহাকাশে থেকে কাজ করার রেকর্ড রয়েছে পেগি হুইটসনের (Peggi Whitson)। ২ সেপ্টেম্বর ২০১৭ এই রেকর্ড গড়েন তিনি।
আরও পড়ুন: মহারাষ্ট্রে মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল