মডেল থেকে অভিনেত্রী হওয়া যে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে সম্প্রতি হানা দিয়ে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ২০ কোটিরও বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করেছে, তাঁকে শনাক্ত করতে গিয়ে টাইমস নাউ নবভারত, এবিপি নিউজ, নিউজ-১৮ বাংলা ইত্যাদি সংবাদ-চ্যানেলগুলি একই নামের গায়িকার ছবি ব্যবহার করে।
এই ধরনের ভুলভাল সংবাদ পরিবেশনার কারণে ওই গায়িকা এক ভিডিও মারফত স্পষ্ট করতে চান যে, তিনি ওই দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা নন এবং সংবাদ চ্যানেলগুলিও যেন তাদের ভুল রিপোর্ট সংশোধন করে নেয় সেই আর্জি জানান। যে চ্যানেলগুলি তাদের ভুল সংশোধন করে নিয়েছে, গায়িকা তাদের ধন্যবাদও জানিয়েছেন।
গত ২২ জুলাই, ২০২২ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তল্লাশির সময় ইডি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে গণ্য অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল অঙ্কের নগদ অর্থ বাজেয়াপ্ত করে। অর্পিতা নাকি কয়েকটি বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নাকতলা উদয়ন সংঘের দুর্গা পূজা কমিটির মুখ হয়ে ওঠেন ২০১৯ ও ২০২০ সালে।
এবিপি নিউজের ইউটিউব চ্যানেল তার ভিডিও থাম্বনেল-এ গায়িকা অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি ব্যবহার করে হিন্দিতে ক্যাপশন দেয়, "ইডি অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে"।
এই পোস্টটির আর্কাইভ বয়ান দেখুন এখানে।
নিউজ-১৮ বাংলাও তাদের ভিডিও থাম্বনেইল-এ গায়িকা অর্পিতার ছবি ব্যবহার করে বাংলায় ক্যাপশন দেয়, "অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকলেন আইনজীবীরা"।
ওই পোস্টটির আর্কাইভ বয়ান এখানে দেখা যাবে।
টাইমস নাউ নবভারত চ্যানেলটিও ভুল করে গায়িকা অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি ব্যবহার করলেও পরে তারা নিজেদের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করে।
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে গুরু পূর্ণিমায় শ্রদ্ধা জানান অর্পিতা মুখোপাধ্যায়? ভুয়ো খবর জি ২৪ ঘন্টায়
তথ্য যাচাই
বুম থাম্বনেল-এ ব্যবহৃত ওই ছবি খোঁজ করে একটি আইএমডিবি পেজ পায় যাতে ছবিটিকে গায়িকা অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি বলে শনাক্ত করা হয়েছে।
তাঁর জীবনীর অংশে লেখা রয়েছে, "অর্পিতা মুখোপাধ্যায় জি-টিভির সারেগামাপা-র 'গোল্ডেন ভয়েস হান্ট' প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। তিনি এক বায়ু সেনা অফিসারের কন্যা এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতক ও সঙ্গীত শিরোমণি। তাঁর মার্গ সঙ্গীতেরও প্রশিক্ষণ নেওয়া আছে। সঙ্গীতশিল্পী শান-এর সঙ্গে তাঁর একটি ডুয়েট গানও রয়েছে, যশরাজ ফিল্মস-এর 'লাভশট্স' ছবির যে-গানটিতে সুর সংযোজন করেছিলেন গৌরব দাশগুপ্ত, রোশিন বালু এবং শান।"
এই সূত্র অনুসরণ করে আমরা ফেসবুকে গায়িকা অর্পিতা মুখোপাধ্যায়ের খোঁজ করে দেখতে পাই, অনেকগুলি পোস্টে তিনি এই ভ্রান্তির বিষয়ে মুখ খুলেছেন।
এমনই এক পোস্টে তিনি লেখেন, "আমি সঙ্গীতশিল্পী অর্পিতা মুখোপাধ্যায় এবং সেই অর্পিতা মুখোপাধ্যায় নই, যাকে ইডি গ্রেফতার করেছে। এই মামলাটির সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই। ইডি যে মহিলাকে পাকড়াও করেছে, তিনি টলিউডের এক অভিনেত্রী। আমি এটা ভেবে স্তম্ভিত হয়ে যাচ্ছি, কী করে লোকে আমার প্রোফাইলের সঙ্গে তাকে গুলিয়ে ফেলছে, যেখানে তার সঙ্গে কোনও বিষয়েই আমার কোনও মিলই নেই। আর এখানেই সোশাল মিডিয়ার সমস্য। লোকে সত্য নির্ণয়ের জন্য তথ্য যাচাই করে দেখে না, সাত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে ট্রোল করতে শুরু করে দেয়। আমার এই পোস্টটি সেই সব ঊর্বর মস্তিষ্কের উদ্দেশ্যে।"
আমরা অন্য একটি পোস্টও খুঁজে পেয়েছি যাতে গায়িকা অর্পিতা ভুলভাল রিপোর্ট করার জন্য এবিপি নিউজ, নবভারত টাইমস নাউ এবং নিউজ-১৮ চ্যানেলকে প্রকাশ্যে তাদের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করার দাবিও তুলেছেন।
এই সংক্রান্ত তাঁর ভিডিও বার্তাটি অর্পিতার সরকারি ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পারেন।
ইডির তদন্তের সম্মুখীন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গীতশিল্পী অর্পিতার চেহারার অমিল নীচের দুটি ছবির তুলনা করলেই স্পষ্ট হবে।
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাচের ভিডিওর সুর বদল