আইভরি কোস্টের (Ivory Coast) জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক (Former Captain) ও চেলসি ফুটবল ক্লাবের (Chelsea Football Club) প্রাক্তন খেলােয়াড় দিদিয়ের দ্রোগবার (Didier Drogba) ইসলামিক প্রার্থনার ভঙ্গিতে তোলা ছবি সোশাল মিডিয়ায় ধর্ম পরিবর্তন (religious conversion) বলে ভুয়ো দাবি করা হচ্ছে।
বুম দেখে দিদিয়ের দ্রোগবা ৮ নভেম্বর ২০২২ টুইট করে জানান তিনি ধর্ম পরিবর্তন করেননি। তাঁর গ্রামে সফরের সময় মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করেন তিনি।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে চেলসির প্রবাদপ্রতিম খোলোয়াড় দিদিয়ের দ্রোগবাকে এক ব্যক্তির সঙ্গে সোফায় বসে ইসলামিক ভঙ্গিতে দোয়া (প্রার্থনা) করতে দেখা যায়।
বুম দেখে একই দাবি সহ বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী ছবিটিকে ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার করেছেন। ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, "সাবেক চেলসি ফুটবলার এবং বর্তমানে ফুটবল বিশ্লেষক Didier Drogba ইসলাম ধর্ম গ্রহন করেছেন। আলহামদুলিল্লাহ" (ক্যাপশনের বানান অপরিবর্তিত)।
এরকম একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে।
আরও দেখুন: ইন্ডিয়ান আইডল ১২ তে অরুণিতা ও পবনদ্বীপ "লক্ষ্মীর ভাণ্ডার" গান শোনালেন?
তথ্য যাচাই
বুম কি ওয়ার্ড সার্চ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি পিডগিনে ৮ নভেম্বর, ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। বিবিসি পিডগিন পশ্চিম ও মধ্য আফ্রিকার অধিবাসীদের খবর পরিবেশনের ওয়েবসাইট।
"দিদিয়ের দ্রোগবা কি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন?" (মূল পিডগিনে শিরোনাম: Didier Drogba don convert to Muslim?) শিরোনামের ওই প্রতিবেদনে লেখা হয়, দিদিয়ের দ্রোগবার সংশ্লিষ্ট ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সঙ্গে দাবি করা হয় দিদিয়ের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
পরে দিদিয়ের ৮ নভেম্বর ২০২২ তাঁর নিজস্ব যাচাই করা টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানান, "এই গল্পটি ভাইরাল হচ্ছে কিন্তু আমি ধর্ম পরিবর্তন করিনি। আমি আমার গ্রামে ভ্রমণে গিয়ে আমার মুসলিম ভাইদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলাম। সৌহার্দের মুহূর্ত। সকলের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা।"
আরেকটি টুইটে তিনি লেখেন, "কে সব আশীর্বাদ চায়না বলুন"
ভাইরাল ছবি সহ আফ্রিকার নানা ওয়েব পোট্রালেও খবর প্রকাশিত হয় যে দিদিয়ের দ্রোগবা ধর্ম পরিবর্তন করে মুসলিম হননি।
আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবিতে ছড়াল ২০১৬ সালে রোহিত শর্মার অস্ত্রোপচারের ছবি