সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুয়ো গ্রাফিক পোস্টে দাবি করা হয়েছে সিপিআইএম(CPIM)-এর রাজ্যসভা সাংসদ ও পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি বলেছেন, দেশ বাঁচাতে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই হবে এবং তৃণমূলই (TMC) একমাত্র বিকল্প।
বুম যাচাই করে দেখে সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) এমন কোনও মন্তব্য করেননি ও গ্রাফিকের দাবি সম্পূর্ণ ভুয়ো।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গ্রাফিকে সীতারাম ইয়েচুরির ছবি সহ লেখা হয়েছে, "দেশ বাঁচাতে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই হবে। রাজ্য বাঁচাতে আমরা আগেই সরে গেছি: সীতারাম ইয়েচুরি। তৃণমূলই একমাত্র বিকল্প।"
বুম দেখে একই মন্তব্যের গ্রাফিকটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। গ্রাফিকটি ফেসবুকে পোস্ট করে এক ব্যবহারকারী ক্যাপশন লিখেছেন, "অনেক দেরিতে হলেও সত্যিটা স্বীকার করল সিপিএম"।
একই দাবির দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
একই দাবি সহও আরেকটি পোস্ট দেখুন এখানে।
আরও পড়ুন: ঋষি সুনকের ব্রিটেনের ইসকন মন্দির সফরের ভিডিওটি সাম্প্রতিক নয়
তথ্য যাচাই
বুম দেখে সাম্প্রতিক সময়ে বা অতীতে সীতারাম ইয়েচুরি এই ধরণের কোনও মন্তব্য করেননি।
আমরা গুগলে "তৃণমূলের সম্পর্কে ইয়েচুরি" কিওয়ার্ড সার্চ করে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন খুঁজে পায়। ২০২১ সালের আগস্ট মাসে ইয়েচুরি মন্তব্য প্রকাশ করেন, বিজেপিকে হারাতে সিপিআইএম তৃণমূলের সঙ্গে জাতীয়স্তরে জোট করতে বিরূপ না হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে এক হওয়ার কোনও প্রশ্নই নেই। তিনি আরও মন্তব্য করেন তাঁর মতে কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক পটভূমি আলাদা।
বুম আবার গুগলে "বিজেপির সম্পর্কে ইয়েচুরি" কিওয়ার্ড সার্চ করে। ২১ অক্টোবর ২০২২ হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে সীতারাম ইয়েচুরি ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে একজোট হতে বলেছেন।
কিন্তু তৃণমূলই একমাত্র বিকল্প এই ধরণের কোনও মন্তব্য করেননি ইয়েচুরি।
গ্রাফিকের উৎস
বুম গ্রাফিকটির মাঝে একটি লোগো দেখতে পায়, তাতে ইংরেজিতে 'টিসিসিএফ' (TCCF) লেখা রয়েছে। ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে তৃণমূল পন্থী একটি ফেসবুক গ্রুপ যার নাম "তৃণমূল সাইবার কমব্যাট ফোর্স"-এর হদিস পায়। এই গ্রুপের আদ্যাক্ষর নিয়েই তৈরি হয়েছে 'টিসিসিএফ'।
আরও পড়ুন: কংগ্রেস নেতা রাহুল গাঁধীর 'ভারত জোড়ো' যাত্রার এই ছবিটি সম্পাদিত