Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

গণশক্তির সমীক্ষা অনুযায়ী সিপিএম জয়ী ৩১ আসনে? ভাইরাল গ্রাফিক ভুয়ো

বুম দেখে গণশক্তি ২০২৪ সালের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন সংক্রান্ত এমন কোনও বুথফেরত সমীক্ষা প্রকাশ করেনি।

By - Srijanee Chakraborty | 5 May 2024 6:33 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক গ্রাফিকে সিপিআইএম (CPI-M) দলের মুখপত্র গণশক্তি (Ganashakti) পত্রিকার নাম করে দাবি করা হয় ওই পত্রিকার করা বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম পাবে ৩১টি আসন, তৃণমূল কংগ্রেস ৭টি আসন, বিজেপি ৩টি ও অন্যান্যরা পাবে ১টি আসন।

বুম যাচাই করে দেখে গণশক্তির তরফ থেকে এমন কোনও বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয়নি। এবিষয়ে আমরা গণশক্তি পত্রিকার সহ সম্পাদক অতনু সাহার সাথে যোগাযোগ করলে তিনি ভাইরাল এই দাবি ভুল বলে জানান।

বিভিন্ন সংবাদমাধ্যম যেকোনও সাধারণ নির্বাচনের আগে ও পরে জনসাধারণের মধ্যে সমীক্ষা করে কোন রাজনৈতিক দল কটি আসনে জিতবে তার প্রবণতা বিচার করে। নির্বাচনের আগে করা সমীক্ষাগুলিকে ওপিনিয়ন পোল বলে, যেমন সি-ভোটার সমীক্ষা একটি। এছাড়া, আরেক ধরণের সমীক্ষা হল বুথফেরত সমীক্ষা। বুথফেরত সমীক্ষা হয় নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের পর যা ভোটারদের মত সংগ্রহ করে। পশ্চিমবঙ্গে সাত দফার ২০২৪ সালের লোকসভা নির্বাচন শেষ হবে ১ জুন।

ভাইরাল গ্রাফিকটিতে "গণশক্তি এক্সিট পোল" লেখার নিচে "পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪" লেখাটি দেখা যায়। গ্রাফিকে দেওয়া একটি বার গ্রাফ অনুযায়ী সিপিএমের জয়ী হওয়ার সম্ভবনা ৩১ টি আসনে, তৃণমূল কংগ্রেস ৭টি আসনে, বিজেপি ৩টি ও অন্যান্য ১টি আসনে জয়ী হতে পারে।

ফেসবুকে এই গ্রাফিকটি শেয়ার করে এক ব্যবহারকারী ফেসবুকে ক্যাপশন হিসাবে লিখেছেন, "ওহ আচ্ছা!!!"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

আরও একজন ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "-ওহঃ তাই নাকি"।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

 তথ্য যাচাই 

বুম গ্রাফিকটির সত্যতা যাচাই করতে প্রথমেই গণশক্তির ওয়েবসাইটে গিয়ে বুথফেরত সমীক্ষা সংক্রান্ত তারা কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কিনা তা খুঁজে দেখে। কিন্তু, আমরা এধরণের কোনও প্রতিবেদন খুঁজে পাইনি। 

এরপর আমরা এবিষয়ে গণশক্তির সহ সম্পাদক অতনু সাহার সাথে যোগাযোগ করলে তিনি দাবিটি নস্যাৎ করে বলেন, "এধরণের কোনও সমীক্ষা গণশক্তি পত্রিকার তরফ থেকে প্রকাশ করা হয়নি।"

এছাড়া, বুথফেরত সমীক্ষা সংক্রান্ত ভারতের নির্বাচন কমিশন কিছু নিয়মাবলী প্রকাশ করে। এই নিয়ম অনুযায়ী ভারতের কোনও সংবাদমাধ্যম ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলাকালীন কোনও বুথফেরত সমীক্ষা প্রকাশ করতে পারবে না। 

আমরা এক্সে ভারতের নির্বাচন কমিশনের ১৯ এপ্রিল ২০২৪ তারিখে করা একটি পোস্ট দেখতে পাই। ওই পোস্টটির ক্যাপশন থেকে আমরা জানতে পারি নির্বাচন কমিশন ১৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ৭টা থেকে ১ জুন ২০২৪ তারিখ সন্ধ্যে ৬:৩০টা অবধি বুথফেরত সমীক্ষা প্রকাশ করা নিষিদ্ধ ঘোষণা করেছে।

পোস্টটি দেখুন এখানে

এছাড়াও, বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয় শেষ দফার নির্বাচনের পরে এবং এখনও অবধি পশ্চিমবঙ্গে  দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পাঁচ দফার নির্বাচন হওয়া বাকি আছে। তাই, বুথফেরত সমীক্ষা এখনও প্রকাশ করা সম্ভব নয়।

Tags:

Related Stories