Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভুয়ো বার্তা: গরম নারকেল জল পানে ক্যান্সার সারবে—ডাঃ রাজেন্দ্র এ. বুড়বে

বুম যাচাই করে দেখে টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যান্সার চিকিৎসক ডাঃ রাজেন্দ্র এ. বুড়বের নামে ছড়ানো ভাইরাল বার্তা ভুয়ো।

By - Srijanee Chakraborty | 1 Sept 2022 12:54 PM IST

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুয়ো (Fake Message) বার্তায় দাবি করা হচ্ছে গরম নারকেল (hot coconut water) জল পান করলে সারবে কর্কট রোগ (Cancer)। ভাইরাল বার্তাটি মুম্বইয়ের (Mumbai) টাটা মেমোরিয়াল (TATA Memorial Hospital) হাসপাতালের ক্যান্সার শল্য চিকিৎসক ডাক্তার রাজেন্দ্র অচ্যুত বুড়বে (Dr. Rajendra Achyut Badwe)-এর বক্তব্য বলে ছড়ানো হচ্ছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল বার্তাটি ভিত্তিহীন। এই ধরণের বার্তার কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ বার্তাটিতে লেখা হয়েছে, "আপনাদের সবাইকে বিনীত নিবেদন যে কোনও ক্যান্সার রোগ গ্রস্ত ব্যক্তি জানা থাকলে তাকে বলুন চিকিৎসা করে করে হয়রান হয়ে গেলে, নারকেল ফুটানো গরম জল খেতে। টাটা মেমোরিয়াল হসপিটালের ড. রাজেন্দ্র এ. বুড়বে বলেছেন এই সংবাদ যদি প্রতি দশজনকে পাঠানো হয় তবে একজনের নিশ্চয়ই কাজে লাগবে। আমি ছ'জনকে পাঠাতে পেরেছি, আপনিও পারবেন আপনার দায়িত্ব পালনের জন্য। নারকেলের গরম জল সারা জীবনের জন্য ক্যান্সার থেকে বাঁচাতে পারে ক্যান্সারের কোষ নষ্ট করে। এক কাপ গরম জলে দু/তিনটে পাতলা নারকেলের টুকরো ফেলে সেই জল ক্ষারক হয়ে যায় এবং রোজ খেলে খুব উপকার। এতে ক্যান্সারের কোষ নষ্ট হয়, অন্য কোষের ক্ষতি হয় না। এটা একটা নতুন আবিষ্কার ক্যান্সারের চিকিৎসায়। নারকেলের এই ক্ষারীয় রস আলসার এবং টিউমার নষ্ট করে তাছাড়া নারকেলের এ্যমিনো এসিডের পলিফেনল উচ্চ রক্তচাপ কমায়, রক্তে দানা বাঁধতে দেয় না এবং থ্রম্বসিস থেকে রক্ষা করে! এই চিকিৎসা পদ্ধতি সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।" ( মেসেজের ভাষা অপরিবর্তিত )

বুম ভাইরাল বার্তাটি তার টিপলাইন (+৯১৭৭০০৯০৬৫৮৮ ) নম্বরে তথ্য-যাচাইয়ের অনুরোধ হিসাবে পায়।

আমরা দেখি এই বার্তাটি ফেসুবকে একই ক্যাপশনে গেলাস ভর্তি নারকেল জলের ছবি সহ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে

Full View

আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পোশাক পরা পুরনো ছবি

 তথ্য যাচাই

বুম ইংরেজিতে এই ভাইরাল বার্তা ২০১৯ সালের অগস্ট মাসে তথ্য-যাচাই করে। বুম সে সময় ডাঃ রাজেন্দ্র অচ্যুত বুড়বে অফিসে যোগাযোগ করলে বুমকে জানানো হয়, এই প্রসঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক কোনও বক্তব্যই রাখেননি।

আমাদের আরও জানানো হয়, সে বছরের মে মাসে তারা এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে যে নারকেল জল ক্যান্সার রোগ সারায় না।

নারকেল জল কি ক্যান্সার সারায়?

বুম ২০১৯ সালে বেঙ্গালুরুর এসিজি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ও রেডিওথেরাপিস্ট ডাঃ এস ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি এই ধরণের কোনও চিকিৎসা পদ্ধতির কথা শুনিনি, আমি মতামত দিতে পারবোনা এটা সম্পূর্ণ ভুয়ো কিনা। তবে হ্যাঁ, এই দাবির সঙ্গে বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ যতক্ষণনা বিষয়টা প্রমাণিত হচ্ছে, ততদিন আমি এই ধরণের নিদান দেবো না।

গরম নারকেল জল পান করা হলে ক্যান্সার থেকে মুক্ত হওয়া যাবে এই দাবির স্বপক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ বুম খুঁজে পায়নি।

আরও পড়ুন: সব টিকা নেওয়া নাগরিকদের সরকার ৫ হাজার টাকা দেবে? এই দাবি মিথ্যে

Tags:

Related Stories