২০১৮ সালের নভেম্বরের একটি ভিডিওতে আমির খান (Aamir Khan) তাঁর সিনেমা 'থাগস অব হিন্দুস্থান' (Thugs of Hindostan) বেশিরভাগ লোক পছন্দ না করার বিষয়ে কথটি কাটছাঁট করে সোশাল মিডিয়ায় শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে অভিনেতা স্বীকার করেছেন যে তার সর্বশেষ ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) একটি ফ্লপ।
বুম যাচাই করে দেখে, দাবিটি ভুয়ো (False) কারণ ভাইরাল ভিডিওটি ২০১৮ সালে তোলা এবং সেখানে আমির খান 'লাল সিংহ চাড্ডাহ' সম্পর্কে কোন কথা বলেননি।
অদ্বৈত চন্দন পরিচালিত 'লাল সিংহ চাড্ডা' ১১ অগস্ট, ২০২২ মুক্তি পায়। সিনেমাটিতে আমির খান, করিনা কাপুর ও নাগা চৈতন্য অভিনয় করেছেন। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ছবি 'ফরেস্ট গাম্প'-র অবলম্বনে তৈরি হয় 'লাল সিংহ চাড্ডা'।
ভারতের ডানপন্থীরা ছবিটি বয়কট করার ডাক দেন এবং কিছু ডানপন্থী টুইটার ব্যবহারকারী ২০১৫ সালে দেওয়া আমির খানের একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন। যেখানে আমির খানকে বলতে শোনা যাচ্ছে, দেশে "ক্রমবর্ধমান অসহিষ্ণুতার" কারণে তাঁর প্রাক্তন স্ত্রী অন্য দেশে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আবার অনেকে তাঁকে হিন্দুবিদ্বেষী বলেও প্রচার করেন। সোশাল মিডিয়ায় তাঁর ছবি বয়কট করার ডাকের প্রতিক্রিয়ায় তিনি বলেন যে, তাঁর আচরণ যদি কাউকে আঘাত করে থাকে, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী এবং তিনি আশা করেন যে, তাঁর ছবিটি ব্যাপক সংখ্যক দর্শক দেখবেন।
২৬ সেকেন্ডের ভিডিওটিতে আমির খানকে সাংবাদিকদের সঙ্গে হিন্দিতে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বলেন, "আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম। আমরা কোনও প্রচেষ্টাই বাদ রাখিনি তা সত্ত্বেও, কোন কারণে কোথাও একটা ত্রুটি থেকে গেছে। ছবিটি কিছু লোকের ভালো লেগেছে। আমরা তাঁদের ধন্যবাদ জানাতে চাই...আমরা আনন্দিত যে, কিছু লোকের ভালো লেগেছে। কিন্তু তাঁরা সংখ্যায় খুব কম। বেশির ভাগ দর্শকেরই ছবিটি ভালো লাগেনি। আমরা তা বুঝতে পারছি। ফলে, কোথাও একটা ভুল হয়েছে। তার জন্য আমি পুরো দায়িত্ব নিচ্ছি।"
ভিডিওটি ব্যাপক ভাবে ফেসবুকে শেয়ার করা হচ্ছে। আর সেই সঙ্গে হিন্দিতে দাবি করা হচ্ছে যে, "অভিনন্দন। লাল সিংহ চাড্ডা সিনেমাটি ব্যর্থ হয়েছে। এখন আমির খানও তা স্বীকার করছেন।"
(হিন্দিতে লেখা: बधाई हो #लाल सिंह चड्डा फिल्म फ्लॉप साबित हुई। अब तो आमिर खान ने भी स्वीकार कर लिया।)
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
আরও পড়ুন: বাড়ি ভাড়ার ওপরেও কি ১৮ শতাংশ জিএসটি কর? একটি তথ্য যাচাই
তথ্য যাচাই
'সিনেমার জন্য আমির খান দুঃখ প্রকাশ করলেন' (Aamir Khan apologizes for film)– এই শব্দগুলি দিয়ে বুম ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে পাই যে ভিডিওটি সাম্প্রতিক নয়।
আমরা দেখতে পাই বিনোদনের চ্যানেল জুম ভিডিওটি ২৭ নভেম্বর, ২০১৮ ইউটিউবে আপলোড করে। সেটির শিরোনামে লেখা হয়, "থাগস অফ হিন্দুস্থান-এর ব্যর্থতার পেছনের কাহিনিটি বর্ণনা করে আমির খান দুঃখ প্রকাশ করলেন।"
(ইংরেজিতে মূল শিরোনাম: "Aamir Khan APOLOGIZES & shares story behind failure of 'Thugs of Hindostan')
ওই একই ভিডিওটির একটি বড় সংস্করণও আমরা দেখতে পাই। হিন্দি রাশ (Hindi Rush) সেটি ২৭ নভেস্বর, ২০১৮ আপলোড করেছিল
২৭ নভেম্বর, ২০১৮ এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, থাগস অফ হিন্দুস্থান ২০১৮ সালে নির্মিত সিনেমাটি ৮ নভেম্বর মুক্তি পেলেও দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। 'সিনেস্তান ইন্ডিয়াজ স্টোরিটেলারস কনটেস্ট' (Cinestaan India's Storytellers Contest) -এ বক্তব্য রাখার সময়, ছবিটি দর্শকদের ভালো না লাগার জন্য নিজেকেই দায়ী করেন আমির খান।
সাক্ষাৎকারটি এনডিটিভি ও লোকমত যথাক্রমে ২৬ ও ২৭ নভেম্বর, ২০১৮ আপলোড করে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন পড়ুন এখানে।
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত থাগস অফ হিন্দুস্থান-এ আমির খান, অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন।
আরও পড়ুন: ভারতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে অম্বেডকরের নামে ছড়ানো উদ্ধৃতিটি ভুয়ো