সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি পুরোনো ভিডিও ক্লিপ শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে যে সম্প্রতি মুখ্যমন্ত্রী তার উদ্দেশ্যে জয় শ্রীরাম ধ্বনি শুনে মেজাজ হারিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।
বুম দেখে ভিডিও ক্লিপটি ২০১৯ সালের এবং আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই। আমরা তথ্য যাচাই করে দেখি ২০১৯ সালে ভাটপাড়ায় তার উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে।
পশ্চিমবঙ্গে সাত দফার লোকসভা নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল, ২০২৪ তারিখে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি অল্প ভিড় রাস্তায় তার গাড়ি থেকে নেমে কিছু লোকের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যায়। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "সব বন্ধ করে দেব...এত বড় সাহস। বাংলাকে গুজরাট বানাতে দেব না। বাংলা বাংলা থাকবে।" তাকে দাবি করতে শোনা যায় তার গাড়িতে হামলা করার চেষ্টা হয়েছে। ভিডিওটির শেষে মুখ্যমন্ত্রী গাড়িতে ওঠার সময় তার উদ্দেশ্যে মানুষের ভিড়ের মধ্যে থেকে জয় শ্রীরাম স্লোগানও শোনা যায়।
ফেসবুকে ভিডিওটির উপরের দিকে ক্যাপশন হিসাবে লেখা হয়েছে, "দিদির মস্তানি দেখুন" ও নিচে ক্যাপশন হিসাবে লেখা, "বাংলার মানুষ এবার জবাব দেবে EVM এ।"
ফেসবুকে শেয়ার করা পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ফেসবুকে ভাইরাল ভিডিওটিতে এবিপি আনন্দের লোগো দেখা যাচ্ছে এবং ঘটনার জায়গা হিসাবে লেখা ভাটপাড়া।
এই সূত্র ধরে আমরা ইউটিউবে ভাটপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি। আমরা ইউটিউবে ৩০ মে ২০১৯ তারিখে এবিপি আনন্দের আপলোড করা "ভাটপাড়ায় জয় শ্রী রাম স্লোগান শুনে উত্তক্ত হয়ে যান মুখ্যমন্ত্রী" ক্যাপশনসহ একটি ভিডিও পাই।
আমরা দেখি এই ভিডিওটির দৃশ্য সমাজমাধ্যমে শেয়ার করা ভিডিওর দৃশ্যের সঙ্গে মিলে যাচ্ছে। ভাইরাল ভিডিওটি এবিপি আনন্দের আপলোড করা ৩:০৪ মিনিটের ভিডিওটির একটি ছোট সংস্করণ।
ভিডিওটি দেখুন এখানে।
এছাড়াও এবিপি আনন্দের ভিডিওটিতে আমরা দেখি মুখ্যমন্ত্রী নৈহাটি গেলেও তাকে একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং তিনি সেখানেও মেজাজ হারিয়ে ফেলেন।
এরপর, ভাটপাড়ার ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে জি ২৪ ঘন্টার প্রকাশিত "আয়, আয় শালা ক্রিমিনাল, নৈহাটির পর ভাটপাড়ায় 'জয় শ্রী রাম' শুনে তেড়ে গেলেন মমতা" শিরোনামসহ একটি প্রতিবেদন পাই।
৩০ মে ২০১৯ তারিখে প্রকাশিত প্রতিবেদনটি থেকে আমরা জানতে পারি ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান শুনে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। যারা স্লোগান দিচ্ছিলো তাদের উদ্দেশ্যে বলেন, "সব বন্ধ করে দেব। এত বড় সাহস। আমাদের খাবে, আমাদের পড়বে। গুন্ডামি মস্তানি হবে না। বেঁচে আছো আমাদের জন্য। চামড়া গুটিয়ে ছেড়ে দেবে। নাম নিয়েও নাও নাকা চেকিং হবে। তুমি তোমার মতো স্লোগান দাও। এত বড় সাহস। বাংলাকে গুজরাট বানাতে দেব না। বাংলা বাংলা থাকবে। বন্ধ করে দিলে বুঝে যাবে সব।" মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তিই আমরা ভাইরাল ভিডিওতে শুনতে পাই। তিনি পুলিশকে এই ঘটনার পিছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কোথাও বলেন প্রতিবেদনটি দেখুন এখানে।
ভাটপাড়া জুটমিলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য পরে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।
এভাবেই আমরা নিশ্চিত হই আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গে এই ভিডিওটির কোনও যোগ নেই।