Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ঘূর্ণিঝড়ের আবহে ছড়াল দীঘার জলোচ্ছ্বাস থেকে পর্যটক উদ্ধারের পুরনো ভিডিও

বুম দেখে দীঘার উত্তাল সমুদ্র থেকে পর্যটক উদ্ধার করার ভিডিওটি আসলে ২০২২ সালের অগস্ট মাসে তোলা, ঘূর্ণিঝড় রেমালের সময় নয়।

By - Srijanee Chakraborty | 29 May 2024 9:58 AM GMT

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দীঘার (Digha) উত্তাল সমুদ্র থেকে এক ব্যক্তিকে উদ্ধার করার পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবি করে শেয়ার করছেন ব্যবহারকারীরা।

বুম যাচাই করে দেখে দীঘার জলোচ্ছ্বাসে পর্যটক ভেসে যাওয়া এবং তাকে উদ্ধার করার ভিডিওটির সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের কোনো যোগ নেই। আসল ভিডিওটি ২০২২ সালের অগস্ট মাসে তোলা।

২৬ মে মাঝরাতে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় রেমাল। এরপর তার জেরে সারারাত এবং পরের দিন ২৭ মে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার ফলে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাস্তা জলমগ্ন হয়ে আছে। রেমালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপূর্ব ভারতও এবং সেখানে একাধিক বাসিন্দা ধস ও হড়পা বানে প্রাণ হারিয়েছেন। এখনও অবধি মিজ়োরামে ২৭টি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং অসমে মৃত অন্তত ৫, এছাড়াও অনেকেই নিখোঁজ। উত্তরপূর্ব ভারতের বিভিন্ন জায়গায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

সদ্য ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের এই ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে ছড়ানো ৬:৫৪ মিনিটের এই ভাইরাল ভিডিওটিতে এক পর্যটককে গার্ডরেল টপকে জলোচ্ছ্বাসের জেরে উত্তাল সমুদ্রে ভেসে যেতে দেখা যায়। ভিডিওটিতে দীঘার কোস্টাল গার্ডদের তাকে সমুদ্র থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা যায় পুলিশের সাহায্যে। এই পুরো ঘটনার ভিডিও রিপোর্টিং করতে দেখা যায় এক ব্যক্তিকে। 

এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে একজন ব্যবহারকারী ইংরেজিতে ক্যাপশন হিসাবে লিখেছেন, "রেমালের ঘটনা দীঘায়!!! দেখুন কিভাবে এনডিআরএফ একজন ডুবন্ত ব্যক্তিকে মৃত্যু থেকে উদ্ধার করল!!! ব্রাভো!!! হ্যাটস অফ টু এনডিআরএফ!!!"


ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

এছাড়াও, ২৮ মে ২০২৪ ভিডিওটি শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "দীঘায় আজকের ঘটনা"।


ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

ভিডিওটি হোয়াটস্যাপেও একাধিকবার শেয়ার করা হয়েছে।



তথ্য যাচাই 

বুম লক্ষ্য করে ভিডিওটির মধ্যে একটি ওয়াটারমার্ক দেওয়া আছে যেখানে 'দিঘা লাইভ - সুভাষ মিশ্র' ইংরেজিতে লেখা আছে।

এই সূত্রধরে আমরা দিঘা লাইভ (সুভাষ মিশ্র) ইউটিউব চ্যানেলে "জলোচ্ছ্বাসে দীঘায় গার্ডওয়াল থেকে ছিটকে উত্তাল সমুদ্রে ভেসে গেলেন পর্যটক" শীর্ষক একটি ভিডিও পাই। আমরা দেখি ১৪ অগস্ট ২০২২ আপলোড করা ভিডিওটি ভাইরাল ভিডিওর সঙ্গে পুরোপুরি মিলে যায় এবং 'দিঘা লাইভ - সুভাষ মিশ্র' ওয়াটারমার্কটিও ভিডিওর উপর দেখা যায়।

Full View

ভিডিওটি দেখুন এখানে। 

 এরপর, আমরা ইউটিউবে দীঘার সমুদ্রে পর্যটক ভেসে যাওয়া সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে সংবাদ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে এই ঘটনার একটি ভিডিও প্রতিবেদন দেখতে পাই। ১৪ অগস্ট ২০২২ আপলোড করা ভিডিওটি থেকে জানা যায় নিম্নচাপের জন্য দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস হয়। ওই সময় ঘুরতে যাওয়া এক পর্যটক সমুদ্রে স্নান করতে নামলে তিনি প্রায় তলিয়ে যান কিন্তু সেখানে উপস্থিত নুলিয়ারা মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেন ওই পর্যটককে।

Full View

ভিডিওটি দেখুন এখানে। 

Related Stories