Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

লোকসভার মনোনয়ন জমা দিতে প্রধানমন্ত্রীর পাশে রাষ্ট্রপতি? ছড়াল পুরনো ছবি

বুম দেখে ছবিটি ২০২২ সালে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় তোলা।

By - BOOM FACT Check Team | 10 May 2024 8:02 PM IST

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে যে উত্তরপ্রদেশের বারাণসী থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদীর মনোনয়ন জমা দেওয়ার সময় রাষ্ট্রপতি তার সঙ্গে ছিলেন।

বুম দেখে ভাইরাল ছবিটি ২০২২ সালে তোলা যখন মোদী এবং অন্যান্য প্রবীণ বিজেপি নেতারা এনডিএর রাষ্ট্রপতি প্রার্থী মুর্মুর মনোনয়ন প্রক্রিয়ার সময় তার সাথে ছিলেন।

ছবিটি শেয়ার করে একাধিক পোস্টে মোদীকে লক্ষ্য করে প্রশ্ন তোলা হয়েছে যে রাষ্ট্রপতি হিসাবে মুর্মু কীভাবে তাঁর মনোনয়ন প্রক্রিয়ার জন্য উপস্থিত থাকতে পারেন। ছবিটি ফেসবুকে একটি পেজে শেয়ার করে ক্যাপশন হিসাবে লেখা হয়েছে, "স্বাধীন ভারতে যা কোনদিন হয়নি সেটা আজ ঘটল।প্রধান মন্ত্রীর হয়ে রাষ্ট্রপতি রাজনীতিতে নেমে পড়লেন। প্রধান মন্ত্রীর মনোনয়ন পত্র জমা দেবার সময় সশরীরে হাজির দেশের রাষ্ট্রপতি!! ...মুখে বলা হচ্ছে আদিবাসী রাষ্ট্রপতি কিন্তু তাঁকে যে ভাবে ব্যবহার করা হচ্ছে তাতে না থাকছে তাঁর মর্যাদা না থাকছে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন পদের।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

আরও একজন ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "প্রধানমন্ত্রীর মনোনয়ন পত্র দাখিলে উপস্থিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!...ইনি প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিংকেও হার মানাচ্ছেন!"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই 

বুম দেখে ভাইরাল ছবিটি ২০২২ সালে তোলা যখন মোদী এবং অন্যান্য প্রবীণ বিজেপি নেতারা এনডিএর রাষ্ট্রপতি প্রার্থী মুর্মুর মনোনয়ন প্রক্রিয়ার সময় তার সাথে ছিলেন।

আমরা গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ২০২২সালে মোদীর করা একটি এক্স পোস্ট পাই যেখানে ভাইরাল ছবিটি দেখা যাচ্ছে। 

পোস্টটি দেখুন এখানে। আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

নীচে ভাইরাল ছবির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এক্স পোস্টের ছবির তুলনা দেওয়া হল।


রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার সময় মুর্মুর পাশে মোদী সহ অন্য উচ্চ পদস্থ বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে আমরা ২০২২ সালে প্রকাশিত প্রতিবেদন পাই।

সেই সময় মুর্মুর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জে পি নড্ডা, নীতিন গডকড়ি সহ দলের শীর্ষ নেতারা। এই তথ্য যাচাইটি লেখার সময় অবধি মোদী তাঁর মনোনয়নপত্র জমা করেননি।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় প্রধানমন্ত্রী ১৪ মে বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়নপত্র জমা দেবেন। প্রতিবেদনগুলি থেকে আরও জানতে পারি মোদী মনোনয়নের একদিন আগে, ১৩ মে বারাণসীতে একটি রোড শো করবেন। বারাণসীতে ভোট হবে শেষ পর্যায়ে অর্থাৎ ১ জুন।

Tags:

Related Stories