Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

রবীন্দ্রনাথের উল্টো প্রতিকৃতি গ্রহণ করার মোদীর অসম্পূর্ণ ভিডিও ভাইরাল

বুম ঘটনার পুরো ভিডিওতে দেখে প্রধানমন্ত্রীর হাতে পবন সিংহ উল্টো ছবি তুলে দিলেও, পরে সুকান্ত মজুমদার ছবিটি সোজা করে দেন।

By - Srijanee Chakraborty | 13 May 2024 10:28 AM GMT

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সম্পাদিত ভিডিও ছড়িয়ে দাবি করা হয় বাংলার সংস্কৃতির অপমান করার জন্য বিজেপির (BJP) ভাটপাড়ার বিধায়ক পবন সিংহ (Pawan Singh) এক জনসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) উল্টো ছবি তুলে দিয়েছেন।

বুম যাচাই করে দেখে ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাক্রম অসম্পূর্ণ। প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথের ছবিটি ভুল করে উল্টো ভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলেও তারপরই ছবিটি সোজা করে দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এরপর সোজা সেই প্রতিকৃতি হাতে নিয়ে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে প্রচার করতে আসেন ১২ মে ২০২৪ তারিখে। এদিনে ভাটপাড়ার জনসভায় বিশ্বকবির ছবি নিয়ে এমন ঘটনা ঘটে। ভাটপাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পরে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বাংলার প্রতি সম্মান নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

১০ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় জনসভার মঞ্চে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিচ্ছেন। মঞ্চের উপর প্রধানমন্ত্রীর পাশে সুকান্ত মজুমদার ও অর্জুন সিংহের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

ফেসবুকে পোস্টটি শেয়ার করে পশ্চিমবঙ্গের সেচ ও জলপথ পরিবহন মন্ত্রী পার্থ ভৌমিক ক্যাপশনে লেখেন, "আজ মোদিজির হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেনা, বাংলার ঋষি-মনীষীদের সম্মান দিতে জানেনা, তারা কিভাবে বাংলা দখলের কথা বলে!! বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আজ রবিঠাকুরকে উল্টে দেওয়ার এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

একজন ফেসবুক ব্যবহারকারীও ওই ভিডিও শেয়ার করে লেখেন, "আজ মোদিজির হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।" ভিডিওটির উপরে "আবারো রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান" লেখাটি দেখা যায়।


ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

বুম দেখে সম্পাদনা করে ভাইরাল ভিডিও থেকে আসল ঘটনাক্রমের এক অংশ বাদ দেওয়া হয়েছে। 

আমরা ইউটিউবে ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল চ্যানেলে ১২ মে ২০২৪ তারিখে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকা এবং তার ভাষণের লাইভ ভিডিও খুঁজে পাই।

ওই সম্প্রচারের ২:৪০ সেকেন্ড অংশ থেকে বিজেপি বিধায়ক পবন সিংহকে প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিতে দেখা যায়। তবে কিছুক্ষণ পরই বিষয়টা নজরে আসে একই মঞ্চে উপস্থিত রাজ্য বিজেপির সম্পাদক সুকান্ত মজুমদার। পবন সিংহ ও মোদীর হাতে ধরে থাকা উল্টো ছবি সোজা করে দিতে তৎপর হন তিনি।  

সম্প্রচারিত সেই ভিডিওর ২:৪৫ সেকেন্ড অংশে সুকান্ত মজুমদারকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উল্টো থাকার বিষয়টি খেয়াল করে তা সোজা করে দেওয়ার দৃশ্য দেখতে পাওয়া যাবে।

Full View

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কবিগুরুর সোজা প্রতিকৃতি ধরে ছবি তোলেন বিজেপির বিধায়ক পবন সিংহের সাথে। প্রতিকৃতির দিশা ঠিক করে দেওয়ার পর সুকান্ত মজুমদারকেও মোদীর পাশে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায়।    

Related Stories